Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: mehnaz on December 08, 2011, 01:26:31 PM

Title: কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবন
Post by: mehnaz on December 08, 2011, 01:26:31 PM
(http://media.somewhereinblog.net/images/thumbs/norokerpapiblog_1252857754_1-changeyourlife3.jpg)
•   যার কথার চেয়ে কাজের পরিমান বেশী, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ, যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম।
•   ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে।
•   সুযোগের সাথে জড়িত ঝুঁকি গ্রহনে সাহসী হোন।
•   যখনই আপনি অনুভব করবেন যে, আপনার শরীরের উপর নিজের নিয়ন্ত্রন রয়েছে, তখনই আপনি সুস্বাস্থ্যের সুপ্রভাতে উপনীত হবেন।
•   নিরাময়ের জন্যে আপনার প্রথম প্রয়োজন এক প্রশান্ত মন।
•   'সমস্যা' শব্দটির পরিবর্তে 'সম্ভাবনা' শব্দটি বেশি ব্যবহার করুন।
•   শৃঙ্খলা জীবনকে সমৃদ্ধ করে। লোহা ও চুম্বকের রাসায়নিক উপাদান এক হলেও সুশৃঙ্খল আণবিক বিন্যাসের কারণে চুম্বকের রয়েছে আকর্ষণী শক্তি যা লোহার নেই।
•   ব্যর্থরা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে। সচেতনভাবে সাফল্যের সঙ্গে একাত্ম হলে সাফল্যই আপনার দিকে আকৃষ্ট হবে।
•   সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ৪ গ্লাস পানি পানের অভ্যাস করুন। এতে কোষ্ঠকাঠিন্য দূর হবে, সহজে পেটের কোন পীড়া হবে না।
•   সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয়। চেতনা ও আদর্শের মিল রয়েছে এমন কারো সঙ্গেই বন্ধুত্ব হতে পারে।
•   কর্মস্থলে প্রতিযোগীকে সবসময় শ্রদ্ধা করুন। শক্তিশালী প্রতিযোগী আপনার মেধার সর্বোত্তম বিকাশে অনুঘটক হিসেবে কাজ করবে।
•   শোষিতরা শোষিতের হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়। যে কখনো সম্মান পায় নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয়।
•   আপনার সময় নেই-- এ অজুহাত গ্রহনযোগ্য নয়। কারণ সময় কোন কাজে ব্যয় করবেন তা নির্ধারণের অধিকার আপনার রয়েছে।
•   আত্মকেন্দ্রিকতা ও 'আমারটা আগে' এ দৃষ্টিভঙ্গি জীবনকে এক ক্লান্তিকর বোঝায় পরিণত করে। আর বিনয়, সহানুভূতি ও উপকার যত ক্ষুদ্রই হোক জীবনকে প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল করে তোলে।
•   নিয়ত বা অভিপ্রায় হচ্ছে মনের লাগাম। নিয়ত মনকে নিয়ন্ত্রন করে, দেহকে সঠিক পথে পরিচালিত করে, দেহ-মনে নতুন বাস্তবতার জন্ম দেয়।
•   মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসই রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে। ব্যর্থতাকে সাফল্যে আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে।
•   সুন্দর প্রত্যাশা ও প্রত্যয় নিয়ে দিন শুরু করুন। ঘুম ভাঙতেই বলুন, শোকর আলহামদুলিল্লাহ/থ্যাঙ্কস গড বা প্রভু ধন্যবাদ, একটি নতুন দিনের জন্যে। দিনের সমাপ্তিও ঘটবে এইভাবে।
•   সময় পেলেই বুক ফুলিয়ে দম নিন। মেরুদন্ড সোজা রেখে নাক দিয়ে ধীরে ধীরে দম নিন। এক মুহূর্ত থামুন। এরপর ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। এভাবে প্রতি দফায় ১৫/২০ বার করে দিনে ৫/৭ দফা দম নিন। শরীরের ক্লান্তি-আলস্য-অবসাদ দূর হয়ে যেতে থাকবে।
•   বদ অভ্যাস মনের এমন একটি জীর্ণ অবস্থা, যা এক সময় নতুন ধারণার মাধ্যমে মুক্তির পথ দেখাতে চেয়েছিল, কিন্তু এখন সে নিজেই পথ হারিয়ে ফেলেছে।
•   কুৎসা ও কান কথা থেকে দূরে থাকুন।
•   রোগ-ব্যধির অনুপস্থিতিই সুস্বাস্থ্য নয়। সুস্বাস্থ্য হচ্ছে ভালো থাকার এক অন্তর্গত অনুভূতি যা আপনাকে সবসময় আনন্দোচ্ছল করে রাখে।
•   যা করতে পারবেন না বা করবেন না, সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই 'না' বলুন।
•   কাউকে অভিনন্দন জানানোর সুযোগ পেলে আন্তরিকভাবে জানান।
•   স্থান-কাল-পাত্র বুঝে হাসিমুখে কথা বলুন। হৃদয়ের আন্তরিকতা মুখের হাসিতে শতগুনে প্রস্ফুটিত হয়।
•   প্রস্তুতি ছাড়া যাত্রা পথের কষ্টকে বাড়িয়ে দেয়। স্বপ্ন ও বিশ্বাস পথ চলার সে প্রস্তুতিরই সূচনা করে।
•   প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন কাজটি আপনি কেন করবেন।
•   নিজের কাছে নিজ সততা বজায় রাখুন। প্রতিটি কাজে আপনার পক্ষে যা করা সম্ভব, আন্তরিকতার সঙ্গে করুন।
•   বুদ্ধিমান সবসময় কথা বা কাজের আগে চিন্তা করে। আর বোকারা চিন্তা করে (পস্তায়) কাজের পরে।
Title: Re: কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবন
Post by: Narayan on December 14, 2011, 09:06:03 PM
Excellent......
Title: Re: কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবন
Post by: sami on December 24, 2011, 08:41:00 PM
Nice....
Thanks a lot for sharing.
Hope we can modify our some point of view by maintaining your notes.....
Title: Re: কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবন
Post by: nature on December 26, 2011, 06:58:54 PM
nice post and thanks for sharing the things.
Title: Re: কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবন
Post by: goodboy on December 27, 2011, 10:45:48 PM
Thanks mam.......these stuffs are really fantastic!!!!.......and these can be inspiring to everyone!!
Title: Re: কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবন
Post by: M Z Karim on December 29, 2011, 06:16:45 PM
A very good collection of quotes that we should follow but most of us ignores.
Title: Re: কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবন
Post by: arefin on January 15, 2012, 10:06:42 PM
Wow, so many things to learn and follow. Thank you madam for this post.
Title: Re: কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবন
Post by: sajol on January 17, 2012, 06:14:42 PM
Mam.............Excellent post.

সরাসরি প্রিয়তে
Title: Re: কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবন
Post by: akabir on January 17, 2012, 06:31:31 PM
very informative post, thank you mam