Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Sazzadur Ahamed on October 04, 2019, 09:53:06 PM
-
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে গতকাল বুধবার থেকে টুইটার ব্যবহারে সমস্যা দেখা দেয়। টুইটার কর্তৃপক্ষ বলছে, তাদের মূল সাইট ও ড্যাশবোর্ড ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম টুইটডেক স্বাভাবিক হতে শুরু করেছে। তবে কী কারণে হঠাৎ হাজারো টুইটার ব্যবহারকারী সমস্যায় পড়েছিলেন, তা জানায়নি তারা। খবর রয়টার্সের।
টুইটারে বেশ কয়েকজন টুইটার ব্যবহারে সমস্যার কথা জানালে টুইটার কর্তৃপক্ষ সমস্যাটি সমাধান করে ফেলার কথা জানিয়েছে। টুইটার কর্তৃপক্ষ বলেছে, ‘আপনারা টুইটারে স্বাভাবিকভাবেই ঢুকতে পারবেন। ঠিক হতে মাত্র কয়েক মিনিট লাগতে পারে।’
বুধবার সকালের দিকে আউটেজ ডটরিপোর্ট নামের একটি ওয়েবসাইটে বলা হয়, ভারত, কানাডা, জাপানের মতো দেশ থেকে ৪ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী সমস্যার কথা জানান। এ সময় টুইট দেখা, নোটিফিকেশন না পাওয়ার মতো নানা সমস্যায় পড়েন অনেকেই।
টুইটারের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, টুইটারে সমস্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গত জুলাই মাসে অভ্যন্তরীণ সিস্টেম পরিবর্তনের কারণে এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল। ওই সময় এক ঘণ্টার বেশি টুইটারে সমস্যা থাকায় প্রায় ৭০ হাজার ব্যবহারকারী ওই সময় সমস্যায় পড়েছিলেন।