Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: shirin.ns on October 21, 2019, 04:35:16 PM
-
আইফোন নিয়ন্ত্রণ করতে স্মার্ট রিং তৈরি করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের তথ্য অনুযায়ী আঙ্গুলে পড়া যায় এমন একটি স্মার্ট রিংয়ের জন্য পেটেন্ট জমা দিয়েছে অ্যাপল।
তথ্য অনুসারে জানা গেছে, এটিতে স্মার্টফোনের মতো টাচ স্ক্রিন সুবিধা থাকবে। এছাড়া থাকবে কম্পিউটার প্রসেসর, মাইক্রোফোন, ওয়্যারলেস ট্রান্সসিভার ও রিচার্জ করার সুবিধা থাকবে। যার মাধ্যমে এ ডিভাইস থেকে ইনপুট দিয়ে অন্য ডিভাইস চালানো যাবে। এতে আগে থেকে ঠিক করে রাখা নানা প্রোগ্রাম থাকবে। যা আঙুলের নড়াচড়া শনাক্ত করে সেই অনুযায়ী কাজ করতে পারবে। এটি দিকনির্দেশক যন্ত্র হিসেবেও ব্যবহার করা যাবে।
স্মার্ট রিং তৈরির উদ্দেশ্য হতে পারে আইফোন ও আইপ্যাড নিয়ন্ত্রণ করা। কোনো কোনো ক্ষেত্রে আইফোন বা আইপ্যাড কিছুটা দূরে থাকলে সেটি নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রযুক্তি রিংয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া কোনো বিপদের সম্মুখীন হলে অ্যালার্ম দিয়ে সতর্কও করে দেবে এই রিং।
রিং আনার কথা জানা গেলেও অ্যাপলের পক্ষ থেকে এটি নিয়ে কোনো ধরনের কথা শোনা যায় নি।