Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: shirin.ns on October 21, 2019, 04:48:06 PM
-
মানবদেহে সৃষ্ট আতঙ্কের অন্য নাম ক্যান্সার। ক্যান্সার একটি ভয়াবহ রোগ যার নির্দিষ্ট কোনো কারণ নেই। অনেক ধরণের ক্যান্সার আছে, যা সহজে শনাক্ত করা কঠিন।
শরীরে ক্যান্সার বাসা বাঁধলে খুবই স্বাভাবিক কিছু উপসর্গ দেখা দেয়, যা কেউ এতো গুরুত্ব দেন না। কিন্তু জানেন কি, সাধারণ কিছু অসুখই হতে পারে মারাত্মক ক্যান্সারের লক্ষণ। তাই কোনো অসুস্থতাই এড়িয়ে যাওয়া উচিত নয়। চলুন তবে জেনে নেয়া যাক ক্যান্সারের লক্ষণগুলো-
১. দিন দিন অকারণে ওজন হ্রাস হয়ে যাওয়া।
২. অনিয়মিত ভাবে মূত্র ত্যাগ হতে পারে মূত্রথলির ক্যান্সার।
৩. অকারণে শরীরের কোনো অংশের মাংস বেড়ে যাওয়া বা ফোড়ার মত হওয়া।
৪. কোনো রকম কারণ ছাড়া দেহের যেকোনো অঙ্গে ব্যথা অনুভব করাও ক্যান্সারের কারণ।
৫. কারণ ছাড়াই রক্তপাত অন্ত্রেরের ক্যান্সারের লক্ষণ। তাছাড়া অকারণে নারীদের জরায়ুতে রক্তপাত ও ব্যথা হওয়া ক্যান্সারের অন্যতম লক্ষণ।
৬. প্রতিনিয়ত কাশি, কর্কশ কণ্ঠ ফুসফুস ক্যান্সারের লক্ষণ হতে পারে।
৭. ত্বকের আচিলের যদি পরিবর্তন ঘটে, তবে অনেক সময় সেটি চামড়ার ক্যান্সারের লক্ষণ হতে পারে।
৮. যখন তখন মল বা মূত্র ত্যাগ অর্থাৎ কোনো ধারাবহিকতা থাকে না।
৯. কোনো ক্ষত সহজে না শুকানো, যেমন মুখের অনেক দিনের ঘা হতে পারে মুখে ক্যান্সারের লক্ষণ।
১০. যদি খাবার স্বাভাবিক ভাবে খেতে কষ্ট হয় এবং দিন দিন এই সমস্যা বাড়তে থাকে, তবে সেটি হতে পারে খাদ্যনালীর ক্যান্সার।
উপরোক্ত কারণগুলো কোনো একটি দেখা দিলে দেরি না করে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
-
Thanks for sharing.....