Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: shirin.ns on October 27, 2019, 06:19:54 PM

Title: স্মার্টফোনের আসক্তি কমাতে গুগলের নতুন উদ্যোগ
Post by: shirin.ns on October 27, 2019, 06:19:54 PM
স্মার্টফোন আসক্তি বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় সমস্যা। আসক্তি কাটাতে এবার একাধিক নতুন অ্যাপ নিয়ে হাজির এল গুগল। পরীক্ষামুলকভাবে অ্যাপগুলো লঞ্চ হয়েছে। স্মার্টফোন আসক্তি কমাতে ছয়টি নতুন অ্যাপ নিয়ে এসেছে গুগল। এই অ্যাপগুলো হল Unlock Clock, Post Box, We Flip, Paper Phone, Desert Island এবং Morph। অ্যানড্রয়েড গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। নতুন ছয়টি অ্যাপ  গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।

গুগল জানিয়েছে,  Unlock Clock একটি লাইভ ওয়ালপেপার অ্যাপ। দিনে মোট কতবার স্মার্টফোন আনলক করছেন তা দেখাবে এই লাইভ ওয়ালপেপার অ্যাপ। এর ফলে দিনে মোট কতবার স্মার্টফোনে নজর রাখছে সহজেই বোঝা যাবে।

অনবরত নোটিফিকেশনের হাত থেকে মুক্তি পেতে Post Box ব্যবহার করতে পারেন। এই অ্যাপ ব্যবহার করলে সব সময় নোটিফিকেশন দেখা যাবে না। দিনে এক বার থেকে চার বার বিভিন্ন সময়ে একবারে সব নোটিফিকেশন সামনে আসবে। ফলে নোটিফিকেশনের জন্য বারবার মনঃসংযোগ বিচ্ছিন্ন হবে না।
একাধিক বন্ধু দেখা করলে ডিজিটাল দুনিয়াকে দূরে রাখতে কাজে লাগবে We Flip অ্যাপ।

এর পরে আসছে Paper Phone। অনেক সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সাথে রাখার জন্য স্মার্টফোন পকেটে নিয়ে বেরতে হয়। এই অ্যাপ ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য সহজেই প্রিন্ট করে স্মার্টফোন দূরে রেখে দিতে পারবেন।

এছাড়াও Desert Island আর Morph নামে দুটি লঞ্চার নিয়ে এসেছে গুগল। এই দুই লঞ্চার ব্যবহার করে অপ্রয়োজনীয় অ্যাপ দূরে রেখে শুধুমাত্র অত্যাবশ্যকীয় অ্যাপ ব্যবহার করা যাবে।

সূত্র: এনডিটিভি
Title: Re: স্মার্টফোনের আসক্তি কমাতে গুগলের নতুন উদ্যোগ
Post by: mosharraf.xm on November 19, 2019, 07:39:37 AM
Great to know. However, remain away from notifications for busy working people is really difficult. But great initiative for those who really want to stay away from smartphones, were looking for a way out.

Thanks for sharing.
Title: Re: স্মার্টফোনের আসক্তি কমাতে গুগলের নতুন উদ্যোগ
Post by: suvro.dhaka on December 19, 2019, 06:15:11 PM
Thanks for the information
Title: Re: স্মার্টফোনের আসক্তি কমাতে গুগলের নতুন উদ্যোগ
Post by: Mohammad Salek Parvez on January 08, 2020, 11:21:07 AM
very good step.
Title: Re: স্মার্টফোনের আসক্তি কমাতে গুগলের নতুন উদ্যোগ
Post by: Dipty Rahman on February 22, 2020, 12:00:56 AM
Good initiative