Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: shirin.ns on October 28, 2019, 05:56:33 PM
-
অ্যাপেল এরইমধ্যে তাদের ফ্ল্যাগশিপ আইফোন ১১ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। তবে যারা এখনো কোম্পানিটির আইফোনের মডেল ৫ ব্যবহার করছেন তাদের সফটওয়্যার আপেডট দিতে বলেছে অ্যাপল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৩ নভেম্বরের মধ্যে ফোনটির আইওএস ১০.৩.৪ সফটওয়্যারটি ইন্সটল না করলে বিপদ হতে পারে।
এটির ফলে ইমেইল, অ্যাপ স্টোর ও আইক্লাউড ব্যবহার করা যাবে না। এমনকি ওয়েব ব্রাউজিং করতেও বাধার সম্মুখীন হতে হবে।
তবে ৩ নভেম্বরের মধ্যে আপডেট না দিলে পিসিতে আইফোন ৫ এর গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখতে হবে।
এছাড়া সফটওয়্যারটি আপডেট না করলে চতুর্থ প্রজন্মের আইপ্যাড ব্যবহারকারীরাও জিপিএস ফাংশনালিটিই হারাবেন। বাকি সব কিছু ঠিক থাকবে।
অ্যাপল জানিয়েছে, আইওএস ১২ সফটওয়্যারের আগের সংস্করণ ব্যবহার করেন মাত্র ৯ শতাংশ ব্যবহারকারী। তাই আইওএস ১০.৩.৪ সফটওয়্যারটির ব্যবহারকারী সংখ্যা খুব বেশি হবে না।