Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on November 04, 2019, 12:03:01 PM
-
আগে সত্য, পাছে দয়া
-এ নামে রুচী হলে হয়,
জ্ঞানী হওয়া সামান্য-
তো নয়।।
ভাবে চাই মরন গড়া
সাম্য, সরলতায় গড়া
আত্ম-জ্ঞান হয় জগৎ জোড়া
ত্যাজ্য করি লর্জ্জা-ভয়।।
বলি-হরি, কূল, মান
দিয়া স্বার্থ বলিদান
পর-উপকারে প্রাণ
উৎস্বর্গ করিতে হয়।।