Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Mohammad Salek Parvez on November 11, 2019, 12:58:14 PM

Title: খাদক
Post by: Mohammad Salek Parvez on November 11, 2019, 12:58:14 PM
সোমবার, ৪ নভেম্বর, ভারতের উত্তর প্রদেশের জৌনপুর।
বিবিগঞ্জ মার্কেট এলাকা। দুর্ঘটনার নায়ক  ৪২ বছর বয়সী সুভাস। বন্ধুর সঙ্গে বাজি ধরেন, ৫০টি ডিম খেতে পারলে সুভাসকে দুই হাজার রুপি দেবেন তার বন্ধু। শর্তমতো ডিম খাওয়া শুরু করেন সুভাস। ৪১টি ডিম খাওয়া শেষ । ৪২ তমটি খাওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।
তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ পরেই মারা যান সুভাস।( সুত্র banglanews24.com)