Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Sazzadur Ahamed on December 01, 2019, 08:12:59 PM
-
উর্দি পরা কিংবা কর্মরত অবস্থায় চীনের খুদে ভিডিও প্রকাশের অ্যাপ টিকটক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন সেনা ক্যাডেটদের। অ্যাপটিতে ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণ করার অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র জানান।
তরুণ সেনাদের মধ্যে এই অ্যাপ ব্যবহারের ঝুঁকির ব্যাপারে সেনাবাহিনীকে পর্যালোচনা করার আহ্বান জানান সিনেটের প্রথম সারির ডেমোক্র্যাট সদস্য চাক শুমার। তার পরপরই এই নির্দেশনা দেওয়া হয়।
আর্মি সেক্রেটারি রায়ান মাকার্থি বলেন, চীনা অ্যাপটির নিরাপত্তার ব্যাপারে কাজ করছে মার্কিন সেনাবাহিনী।
নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত কাজ ছাড়া ইউনিফর্ম পরা অবস্থায় এবং অফিশিয়াল কাজের সময় ইউএস সেনারা টিকটক ব্যবহার করতে পারবেন না। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি টিকটক। সূত্র: রয়টার্স
-
Thanks for sharing :)