Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on December 10, 2019, 07:08:35 PM
-
রে পাষানী, কেন? ভালবাসিলি তারে
হৃদয়ের আসক্তি, যত বেদনার দ্রোহ
অ-প্রকাশিতেই কেন? চলে গেলি
-পরপারে !!
মনে কি? ছিল তোর আশা
মরমের সাথে করি‘বি ভালবাসা
জাগাবি অমৃত সুধা
অ-জাগানিয়া-রে!!
মৃত্যুকে নিয়ে করিতে খেলা
জীবন কি? ছিল হেলা-ফেলা
স্ব-যত্নে গাথিঁয়া মালা পরা‘বি
পরবাসীর গলে !!
হৃদয়ের যত কথা
কচিঁ মনের অব্যক্ত ব্যথা
না সামালিতেই র‘হিবি পড়ে
পথ মাঝে!!
চিৎকার করিয়া উঠিবি ডাকি
ভালবাসা তোর স্ব-যতনে রাখি
প্রকাশের শংকা নিয়া পড়ি‘বি
কলংক তলে !!
পেতে যারে এতো আশা
কেন? দিলি ভালবাসা
অবেলার পথ মাঝে
পথ হারা‘য়ে ।।