Daffodil International University
IT Help Desk => Online Money Earning => Topic started by: Forman on February 04, 2020, 10:20:17 AM
-
ফ্রিল্যান্সাররা ভালো আয় করলেও বিয়ে নিয়ে ঝামেলা, ব্যাংকঋণসহ নানা সুবিধা পান না। ফ্রিল্যান্সারদের নানা সুবিধা দিতে ‘ফ্রি আইডি’ নামের এক ধরনের বিশেষ কার্ড চালু করতে চায় সরকার। ‘ফ্রি আইডি’ অর্থাৎ, ফ্রিল্যান্সার আইডি হবে ন্যাশনাল আইডির আদলে এক ধরনের কার্ড যাতে ফ্রিল্যান্সারদের বিভিন্ন তথ্য থাকবে।
(https://paloimages.prothom-alo.com/contents/cache/images/640x481x1/uploads/media/2019/09/06/f6a97305cc8834fabf0080aa2b4555d1-5d71d804b3541.jpg)
আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে বিডা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘ফ্রিল্যান্সারদের জন্য কী কী সুবিধা দেওয়া যায়, সে জন্যই আমরা এখানে বসেছি। বাংলাদেশে ছয় লাখ ফ্রিল্যান্সার রয়েছে। এ সভার মূল উদ্দেশ্য আন্তর্জাতিক অলাইন মার্কেটপ্লেসে কর্মরত ফিল্যান্সারদের সমস্যা চিহ্নিতকরণে ও সমাধানে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা।’ এখানে ব্যাংক, সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তারা মতামত দেন। ফ্রিল্যান্সারদের সুবিধা দিতে ‘ফ্রি আইডি’ কার্ড বিনা মূল্যে পাওয়া যাবে।
প্রতিমন্ত্রী বলেন, ফ্রিল্যান্সারদের সুবিধা দিতে ও গাইডলাইন দিতে তারা একটি উদ্যোগ নিচ্ছেন। তাঁদের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছে ফ্রিল্যান্সার সংস্থা বাংলাদেশ ফ্রিল্যান্সারস ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) ।
সরকার ফ্রিল্যান্সারদের নিয়ে যে তথ্যভাণ্ডার গড়বে এতে একটি সাইটে ফ্রিল্যান্সাররা তথ্য দেবেন। এটি পরে অ্যাপ হিসেবেও থাকবে। এর বাইরে একটি পরিচয়পত্র থাকবে, যাতে নাম, মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য থাকবে। এর অপর পাশে কিউআর কোডসহ বিশেষ কোড থাকবে, যাতে ব্যাংক বা থার্ড পার্টি চাইলে ফ্রিল্যান্সারের পরিচয় যাচাই করতে পারবেন। এতে কেওয়াইসির সব ডেটা থাকবে।
পলক বলেন, এটি পৃথিবীর অন্যতম কোড হবে। এতে নিজস্ব কোড বসানো থাকবে। নিজস্ব ডেটাবেইস হবে। এতে কার লোন, ব্যাংক লোনসহ নানা সুবিধা পাবেন।
Source: Prothomalo
-
Informative post. Thanks for sharing.
-
Thanks for reading my post.