Daffodil International University

Educational => You need to know => Topic started by: Badshah Mamun on December 17, 2011, 11:21:22 AM

Title: বিশ্বের সবচেয়ে খর্বকায় নারী
Post by: Badshah Mamun on December 17, 2011, 11:21:22 AM
বিশ্বের সবচেয়ে খর্বকায় নারী
ভারতের শিক্ষার্থী জ্যোতি আমগে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির নারীর খেতাব পেয়েছেন। তাঁর উচ্চতা ৬২ দশমিক ৮ সেন্টিমিটার (দুই ফুট সাত ইঞ্চি)। গতকাল শুক্রবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ কথা নিশ্চিত করেছে।
নাগপুরে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে ১৮তম জন্মদিন উদ্যাপনের পর আমগেকে বিশ্বের সবচেয়ে খর্বকায় নারীর খেতাব দেওয়া হয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক রব মলয় বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের উপস্থিতিতে চিকিৎসক ২৪ ঘণ্টার মধ্যে আমগের উচ্চতা তিনবার মেপেছেন। তবে সামান্য তারতম্য হওয়ায় আমরা গড় উচ্চতাকেই গ্রহণ করেছি।’
(http://http.cdnlayer.com/prothomalo1998/resize/maxDim/340x1000/img/uploads/media/2011/12/16/2011-12-16-15-47-09-4eeb67fd65746-04.jpg)
সবচেয়ে খর্বাকৃতির নারী নির্বাচিত হওয়ার পর আমগেকে আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়া হয়। এ সময় তাঁর বাবা কিষান ও মা রঞ্জনা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী লাল শাড়ি পরা আমগে বলেন, ‘সনদ পেয়ে আমি খুব আনন্দিত।’ রব মলয় বলেন, ‘এটি প্রতীকী রেকর্ড।’
আমগের উচ্চতা চার মাসের কন্যাসন্তানদের গড় উচ্চতার সমান। তিনি বলিউডের অভিনেত্রী হতে চান বলে তাঁর বাবা জানিয়েছেন।
এর আগে বিশ্বের সবচেয়ে খর্বকায় নারীর খেতাব ছিল ব্রিজেত জর্ডানের। তাঁর বাড়ি যুক্তরাজ্যের ইলিনয় অঙ্গরাজ্যে। জর্ডানের উচ্চতা ৬৯ দশমিক ৪৯ সেন্টিমিটার। এএফপি।
Source : http://www.prothom-alo.com/detail/date/2011-12-17/news/209391
Title: Re: বিশ্বের সবচেয়ে খর্বকায় নারী
Post by: sethy on December 17, 2011, 07:49:29 PM
There are many wonderful creation in the world. Almighty create them so carefully. She is also a wonderful creation of Almighty. She is like a doll.
Title: Re: বিশ্বের সবচেয়ে খর্বকায় নারী
Post by: goodboy on December 21, 2011, 09:16:41 PM
hmm..........she's looking like really a doll.................but wonderful also. what a creation!!!!!!