Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: asad696 on February 11, 2020, 03:52:15 PM
-
আবু হুরাইরা (রা:) হতে বর্ণিত, একব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাামকে বলেন: হে আল্লাহর রাসুল! আমাকে উপদেশ দিন। তিনি বললেন: তুমি রাগ করবে না। লোকটি কয়েকবার এ কথা বলতে লাগলেন,আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাাম প্রত্যেক বারই (একই কথা) বললেন: তুমি রাগ করবে না।
বুখারী-৫৫৭৩
অপর একটি হাদীসে আবু হুরাইরা (রা:) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: কুস্তির সময় যে ব্যক্তি অপরকে পরাজিত করতে পারে সে প্রকৃত বীর নয়,বরং রাগের সময় যে নিজেকে সংবরণ করতে পারে সে-ই হল প্রকৃত বীর।
মুসলিম-৫৫৭১