ক্ষুদ্রাকৃতির পেনড্রাইভ বাজারে
ক্ষুদ্রাকৃতির পেনড্রাইভ অ্যাপাসার এএইচ১৩৪ বাজারে এসেছে। এক ইঞ্চি দৈর্ঘ্যের, খুব পাতলা এই পেনড্রাইভটির তথ্য ধারণক্ষমতা ৮ গিগাবাইট।
(http://http.cdnlayer.com/prothomalo1998/resize/maxDim/340x1000/img/uploads/media/2011/12/17/2011-12-17-17-45-32-4eecd53c53f3d-untitled-9.jpg)
এএইচ১৩৪
দেখতে চাবির মতো পেনড্রাইভটি গাড়ির সিডি প্লেয়ারের ইউএসবি পোর্টে ব্যবহার করা যায়।
সহজে বহনযোগ্য এবং ব্যবহারউপযোগী কম্পিউটার সোর্সের আনা পেনড্রাইভটির দাম ৮৫০ টাকা।