বিজয়ের ছড়া
আলম তালুকদার
শুনতে কেমন লাগে
একাত্তরের আগে
ছিলাম পরাধীন!
একাত্তরের আগে
শুনতে কেমন লাগে
ছিল মরা দিন!
অন্ধকারে ছিল ভরা
শোষণ ছিল বেজায় কড়া
সত্য কথা বলতে গেলে
নিত্য আবাস গোপন জেলে
ছিল অবাক দিন।
অবশেষে যুদ্ধ আসে
রক্ত ঝরে সবুজ ঘাসে
সবাই মিলে অস্ত্র ধরে
স্বদেশভূমি স্বাধীন করে
রাতকে বানায় দিন।
শুনতে দারুণ লাগে
মনে পুলক জাগে
নই তো পরাধীন।
Source : http://www.prothom-alo.com/detail/date/2011-12-09/news/207272