Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: refath on February 18, 2020, 02:52:57 PM

Title: Characteristics of Prayer :: Bukhari :: Book 1 :: Volume 12 :: Hadith 801
Post by: refath on February 18, 2020, 02:52:57 PM
Narrated Mahmud bin Ar-Rabi`:

I remember Allah's Messenger (sallallahu 'alaihi wa sallam) and also the mouthful of water which he took from a bucket in our house and ejected (on me). I heard from `Itban bin Malik Al-Ansari, who was one from Bani Salim, saying, "I used to lead my tribe of Bani Salim in prayer. Once I went to the Prophet (sallallahu 'alaihi wa sallam) and said to him, 'I have weak eyesight and at times the rainwater flood intervenes between me and the mosque of my tribe and I wish that you would come to my house and pray at some place so that I could take that place as a place for praying (mosque). He said, "Allah willing, I shall do that." Next day Allah's Messenger (sallallahu 'alaihi wa sallam) along with Abu Bakr, came to my house after the sun had risen high and he asked permission to enter. I gave him permission, but he didn't sit till he said to me, "Where do you want me to pray in your house?" I pointed to a place in the house where I wanted him to pray. So he stood up for the prayer and we aligned behind him. He completed the prayer with Taslim and we did the same simultaneously."

মাহমুদ ইবন রাবী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ)-এর কথা তার স্পষ্ট মনে আছে যে তাদের বাড়িতে রাখা একটি বালতির পানি নিয়ে নবী (সাঃ) কুল্লি করেছেন। তিনি বলেছেন, আমি ইতবান ইবন মালিক আনসারী (রাঃ) যিনি বনূ সালিম গোত্রের একজন, তাঁকে বলতে  থেকে আমার কাওমের মসজিদ পর্যন্ত পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমার একান্ত ইচ্ছা আপনি আমার বাড়িতে এসে এক জায়গায় সালাত আদায় করবেন সে জায়গাটুকু আমি সালাত আদায় করার জন্য নির্দিষ্ট করে নিব। নবী (সাঃ) বললেনঃ ইনশা আল্লাহ্, আমি তা করব। পরদিন রোদের তেজ বৃদ্ধি পাওয়ার পর রাসূলুল্লাহ (সাঃ) এবং আবূ বকর (রাঃ) আমার বাড়ীতে এলেন। নবী (সাঃ) প্রবেশের অনুমতি চাইলে আমি তাঁকে দিলাম। তিনি না বসেই বললেনঃ তোমার ঘরের কোন স্থানে তুমি আমার সালাত আদায় পসন্দ কর ? তিনি পসন্দ মত একটি জায়গা নবী(সাঃ)-কে সালাত আদায়ের জন্য ইশারা করে দেখালেন। তারপর তিনি দাঁড়ালেন আমরাও তাঁর পিছনে কাতারবন্দি হলাম। অবশেষে তিনি সালাম ফিরালেন, আমরাও তাঁর সালামের সময় সালাম ফিরালাম।
Title: Re: Characteristics of Prayer :: Bukhari :: Book 1 :: Volume 12 :: Hadith 801
Post by: Anhar Sharif on February 19, 2020, 04:20:41 PM
Thanks for sharing..
Title: Re: Characteristics of Prayer :: Bukhari :: Book 1 :: Volume 12 :: Hadith 801
Post by: drrana on February 20, 2020, 08:41:55 PM
thanks for sharing