Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Azizul Hakim on February 18, 2020, 03:44:53 PM

Title: স্মার্টফোনে যুক্ত হচ্ছে ই-সিম
Post by: Md. Azizul Hakim on February 18, 2020, 03:44:53 PM
সিম ছাড়া স্মার্টফোন যেন অকার্যকর! সিম যুক্ত করলেই কেবল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে। প্রথাগত এ পদ্ধতি থেকে বের হতে চাচ্ছে কয়েকটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। সেই ভাবনা থেকে এবার নতুন স্মার্টফোনে যুক্ত হচ্ছে ই-সিম।
ই-সিম মূলত ‘এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল’। এটি ছোট একটি ইলেকট্রনিক চিপ, যার সাহায্যে স্মার্টফোন ব্যবহারকারীরা নতুন কোনো সিম ছাড়াই প্রাথমিক নেটওয়ার্ক খুঁজে পাওয়াসহ বেশকিছু কাজ করতে পারবেন। এরইমধ্যে বেশ কয়েকটি স্মার্টফোন ই-সিমের আওতায় আসছে। খবর সিনেট।
গুগল পিক্সেল ২, ৩, ৩এ, ৪ মডেলেও যুক্ত করা হয়েছে ই-সিম। আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স, এক্সআর, ১১, ১১ প্রো এবং ১১ প্রো ম্যাক্স-এ শিগগিরই যুক্ত করা হবে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি ফোল্ড মডেল, মটোরোলা রেজর, স্যামসাং গ্যালাক্সি এস২০, ‍এস২০ প্লাস মডেলে থাকছে ই-সিম।

নতুন ই-সিম যুক্ত হওয়ার ফলে গ্রাহক যখন নতুন স্মার্টফোন চালু করবেন তখনই তিনি কোনো নেটওয়ার্ক নিশ্চিত করবেন তা জানতে চাওয়া হয়। তখন ব্যবহারকারী যদি কোনো সিম নিশ্চিত না করেন সেক্ষেত্রে ই-সিম নির্বাচন করেই স্মার্টফোনটি সক্রিয় করা যাবে।

ডেইলি বাংলাদেশ/এনকে
Title: Re: স্মার্টফোনে যুক্ত হচ্ছে ই-সিম
Post by: Anhar Sharif on February 19, 2020, 04:20:27 PM
Thanks for sharing..
Title: Re: স্মার্টফোনে যুক্ত হচ্ছে ই-সিম
Post by: Asif Khan Shakir on February 20, 2020, 08:03:02 PM
Thanks
Title: Re: স্মার্টফোনে যুক্ত হচ্ছে ই-সিম
Post by: Shahrear.ns on February 22, 2020, 01:13:55 PM
WoW
Title: Re: স্মার্টফোনে যুক্ত হচ্ছে ই-সিম
Post by: mosfiqur.ns on February 22, 2020, 05:48:28 PM
great