Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: M Z Karim on December 21, 2011, 02:26:26 PM

Title: উইন্ডোজ ৮-এ থাকছে পিকচার পাসওয়ার্ড
Post by: M Z Karim on December 21, 2011, 02:26:26 PM
উইন্ডোজ ৮-এ থাকছে পিকচার পাসওয়ার্ড
মাইক্রোসফট তাদের নতুন উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেমে আনছে নতুন ধরণের পিকচার পাসওয়ার্ড সিস্টেম। ধরে নেয়া হয়েছে মূলত টাচস্ক্রিন সমৃদ্ধ কম্পিউটারগুলোকে নির্দিষ্ট করে এই পাসওয়ার্ড সিস্টেমটি চালু করা হচ্ছে।

  (http://static.priyo.com/files/image/2011/12/18/Windows-801.jpg)

ব্যবহারকারীরা তাদের ডেস্কটপে তাদের পছন্দ অনুযায়ী ছবি দিতে পারবে এবং এখানে স্ক্রিনের উপর আঙ্গুলের সাহায্যে কয়েক ধরণের ইঙ্গিতের মাধ্যমে পাসওয়ার্ড নিরাপত্তা চালু করবার অনুরোধ জানানো হবে। মাইক্রোসফটের পরামর্শ ব্যবহারকারীরা কমপক্ষে তিন ধরণের ইঙ্গিত নির্বাচন করে। ব্যবহারকারীরা সার্কল, ট্যাপ এবং দুই স্থানের মধ্যে লাইন আঁকা পছন্দ হিসেবে নির্বাচন করতে পারবে। যখন কোন ব্যবহারকারী উইন্ডোজ-৮ সম্বলিত মেশিনে পিকচার পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করবে, তাদেরকে এই চিত্রগুলোকে নকল করতে হবে নির্দিষ্ট স্থান, ক্রম এবং গতিপথ অনুসরণ করে, ফলে বুঝতেই পারছেন পাসওয়ার্ড চুরি করা এখন কতটা কঠিন হয়ে উঠতে পারে।

   (http://static.priyo.com/files/image/2011/12/18/Gesture-Grid.jpg)

যদিও মাইক্রোসফট জানিয়েছে ব্যবহারকারীরা স্থানের ব্যাপারে শতভাগ সঠিক না হলেও চলবে কারণ এই ছবিগুলোকে তারা গ্রিড হিসেবে ভাগ করে ফেলবে এবং এই তিনটি ইঙ্গিতকে যখন নকল করা হবে তখন এর যোগফলের সাথে সংরক্ষিত ফলকে প্রতিবার লগইন করবার সময় মেলানো হবে অ্যালগরিদমের সাহায্য নিয়ে। ব্যবহারকারীর যোগফল যদি ৯০ ভাগের উপরে হয় তাহলেই সে সিস্টেমে প্রবেশাধিকার পাবে। এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা কতটা বেড়েছে তার ধারণা দিতে গিয়ে মাইক্রোসফট বলেছে, ছয় অক্ষর বিশিষ্ট কোন পাসওয়ার্ড যেখানে একটি বড় অক্ষর এবং একটা সংখ্যা ব্যবহার করা হয়েছে, সেরকম একটা পাসওয়ার্ডে রয়েছে ৭ বিলিয়ন কম্বিনেশন। কিন্তু, একজন ব্যবহারকারী যদি একটি পিকচার পাসওয়ার্ড তৈরি করে শুধুমাত্র টোকা (ট্যাপ) ব্যবহারের মাধ্যমে ছয়টি ইঙ্গিত তৈরি করে তাহলে এই কম্বিনেশন বেড়ে হয় ১.৩ ট্রিলিয়ন। উইন্ডোজের প্রকৌশলীরা পিকচার পাসওয়ার্ড নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং তারা আশা করছে উইন্ডোজ ৮ এর ফাইনাল সংস্করণ তৈরির সময়ের মধ্যেই কাজটি তারা শেষ করতে পারবে।
Title: Re: উইন্ডোজ ৮-এ থাকছে পিকচার পাসওয়ার্ড
Post by: sami on December 21, 2011, 07:58:11 PM
Nice post sir.....
Thanks for sharing.... :)
Title: Re: উইন্ডোজ ৮-এ থাকছে পিকচার পাসওয়ার্ড
Post by: nature on December 21, 2011, 08:00:55 PM
The new and modern faculties of science and its a nice post.
Title: Re: উইন্ডোজ ৮-এ থাকছে পিকচার পাসওয়ার্ড
Post by: goodboy on December 21, 2011, 09:06:19 PM
great invention.....indeed!!!! looking for more.
Title: Re: উইন্ডোজ ৮-এ থাকছে পিকচার পাসওয়ার্ড
Post by: Narayan on December 22, 2011, 01:54:05 PM
Windows first time integrate this system but it can be used by any laptop and desktop pc with webcam using third party security software.

Thanks for sharing with us.
Title: Re: উইন্ডোজ ৮-এ থাকছে পিকচার পাসওয়ার্ড
Post by: Rashed_019 on December 22, 2011, 01:59:03 PM
nice post.

......................... :) :) :)