Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: mehnaz on December 23, 2011, 08:35:20 PM
-
কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন এমন কম্পিউটার তৈরির কাজ শুরু করেছে, যা মানুষের মনের ভাষা বুঝতে পারবে। আইবিএমের পক্ষ থেকে বলা হয়েছে, পাঁচ বছরের মধ্যেই মনের ভাষা পড়তে পারে এমন কম্পিউটার তৈরির ক্ষেত্রে সাফল্য আসবে।
আইবিএম কর্তৃপক্ষ ‘আইবিএম ফাইভ ইন ফাইভ’ নামে ভবিষ্যতে পাঁচটি উদ্ভাবন সম্পর্কে যে পূর্বাভাস দিয়েছে, তার একটি হচ্ছে এই মনের ভাষা বুঝতে পারা কম্পিউটার।
আইবিএমের গবেষকদের মতে, এই পাঁচটি উদ্ভাবন আগামী পাঁচ বছরে পৃথিবীকে পাল্টে দেবে। যুগে যুগে বিজ্ঞানীরা মনের ভাষা পড়তে পারার যন্ত্র আবিষ্কারের স্বপ্ন দেখেছেন। এখন সেই স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। আইবিএম ব্রেন মেশিন ইন্টারফেস বা বিএমআই নামে একটি প্রযুক্তি কম্পিউটারে সংযোজন করবে। এ প্রযুক্তির সাহায্যেই কম্পিউটার মনের ভাষা পড়তে পারবে।
গবেষকেরা বলেছেন, মানুষ যা ভাববে, কম্পিউটারের সাহায্যে সে কাজটি তাৎক্ষণিকভাবে করা যাবে। কেউ যদি কাউকে ফোন করার কথা ভাবেন, কম্পিউটারের সাহায্যে তাঁর কাছে তখনই ফোনকল চলে যাবে। গবেষকেরা বলেন, এই কম্পিউটার সত্যি সত্যি মানুষের জীবন পাল্টে দেবে.
-
interesting
-
Interesting. Since 1995 IBM were trying to introduce voice operated OS. Result = Mission Impossible.
See what happened now.
-
Nice Idea of IBM.
Best of luck for them...
Thanks for sharing madam. :)
-
Lets see what will happen...
-
Looking forward :)
-
Very Interesting. Thanks MT madam for sharing.
-
Amazing.....hope it will be successful...
-
we are waiting for it.