Daffodil International University
Faculties and Departments => Business & Entrepreneurship => Department of Innovation & Entrepreneurship => Topic started by: kamruzzaman.bba on February 22, 2020, 07:39:08 PM
-
ট্রু ইনকিউব এমন একটি বাস্তুতন্ত্র যা উদ্ভাবনী ব্যবসা তৈরির জন্য বিভিন্ন ধরনের স্টার্টআপকে সমর্থন করে। যারা সদ্য ব্যবসা শুরু করেছেন তাদের আয় বৃদ্ধির জন্য থাইল্যান্ডে বিশাল সুযোগ রয়েছে। আমরা জানি যে থাই জনগণের দক্ষতা রয়েছে। তারা সব সময় চেষ্টা করেন বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ কাজে লাগিয়ে দেশকে পরিবর্তন করা।
সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য ট্রান্সইঙ্ক নামের একটি প্রতিষ্ঠান ‘ট্রু ইনকিউব ইনকিউবেশন এবং স্কেলআপ’ কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে নবীন উদ্যোক্তা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। ট্রু ইনকিউব একজন ঘনিষ্ট বন্ধুর মতো নতুন স্টার্টআপটিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।
প্রক্রিয়া: ট্রু ইনকিউব ইনকিউবেশন এবং স্কেলআপ’ কর্মসূচিটি ১০ সপ্তাহ পর্যন্ত চলতে পারবে। নির্বাচিত স্টার্টআপগুলো ১৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত বীজ তহবিল পাবে। ট্রু ইনকিউবের নির্বাচিত উদ্যোক্তারা সিলিকন ভ্যালি ভ্রমণের সুযোগ পাবেন।
ট্র ইনকিউব থাইল্যান্ডের সবচেয়ে বড় বিজনেস ইনকিউবেশন সেন্টার। সংস্থাটি নবীন উদ্যোক্তাকে নানাভাবে সহযোগিতা করে একটি নতুন স্টার্টআপকে সফল উদ্যোগে পরিণত করে।
সূত্র: ই-টুয়েন্টি সেভেন
জেরিন তাসকি মীম : শিক্ষার্থী, ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
https://the-prominent.com/entrepreneur-startup-article-63101/