Daffodil International University

Educational => You need to know => Topic started by: Badshah Mamun on December 28, 2011, 06:27:02 PM

Title: তৈরি হলো বিশ্বের ক্ষুদ্রতম মাইক্রোফোন
Post by: Badshah Mamun on December 28, 2011, 06:27:02 PM
তৈরি হলো বিশ্বের ক্ষুদ্রতম মাইক্রোফোন

বিশ্বের ক্ষুদ্রতম মাইক্রোফোন তৈরির দাবী করেছেন ইরানের এক উদ্ভাবক। ০.০৫ ন্যানোমিটার আকৃতির এই মাইক্রোফোনটি চিকিৎসাক্ষেত্রে ব্যবহার করা যাবে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

ইরানের নোশিরভানি ইউনিভার্সিটির গবেষক বাহরাম আজিজুল্লাহ গানজি এ মাইক্রোফোন তৈরির দাবী করেছেন।

গানজি’র দাবী, ক্ষুদে এ মাইক্রোফোনটি অদৃশ্য হেয়ারিং এইড হিসেবে ব্যবহার করা যাবে। এ ছাড়াও ডিভাইসটি হার্টের সমস্যায় হার্টবিট শোনার কাজে লাগনো যাবে। পানির নিচে আল্ট্রাসাউন্ড এবং শব্দতরঙ্গ ধরার কাজেও এ ডিভাইসটি ব্যবহার করা যাবে।

কম শক্তির এ ডিভাইসটি খালি চোখে দেখা যায় না এবং তৈরিতে খরচও কম।

Source : http://tech-us.bdnews24.com/details.php?shownewsid=3265