Daffodil International University
Art of Living (AoL) => Style of Living & Mindfulness => Topic started by: Tasnim Nishat on March 01, 2020, 12:04:00 AM
-
"ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।"
পাহাড় টিলায় ঘেরা ছোট্ট সবুজ এক বৃষ্টির শহর। সেই শহরের এক ছোট্ট মেয়ে।বাবা মা, দু'বোন,দাদা দাদু নিয়ে তার বর্নিল জগৎ।পাহাড়ের সবুজে খেলে বৃষ্টির ছন্দে নেচে প্রশান্তির শহরে মেয়েটির বেড়ে উঠা।সময়ের পরিক্রমায় দিন আসে মেয়েটির তার চিরচেনা শহর পেরিয়ে কনক্রিটের তৈরি অচেনা এক যাদুর শহরে যাত্রার।বিদায়বেলায় প্রিয় বৃষ্টির শহর তার আদুরে কন্যাকে উপহার দিয়ে পাঠায় বাক্স ভর্তি শৈশব স্মৃতি। প্রতিটা স্মৃতি এক একটা সুখের কাব্য। কর্মব্যস্ত ক্লান্ত দিনের ফাঁকে মেয়েটি একটা দু'টো কাব্য পড়ে আর তার ঠোঁটের কোণে খেলে যায় এক চিলতে হাসি।
Nishat Tasnim
Lecturer
Art of Living
Department of GED
Daffodil International University