Daffodil International University
Educational => You need to know => Topic started by: Sultan Mahmud Sujon on January 02, 2012, 01:41:48 PM
-
ওয়াকার হচ্ছে চাকা লাগানো সিটে বসতে পারা বাহন, যা শিশু নিজের পায়ের ধাক্কায় চালিয়ে নিয়ে যেতে পারে। শিশুদের এই ওয়াকার ব্যবহার না করার কথা বলা হচ্ছে নানা কারণে। আমেরিকান একাডেমি অব প্যাডিয়াট্রিকস শিশু বয়সে মারাত্মক ইনজুরির ঝুঁকি থাকার কারণে এর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
কেন ওয়াকার ব্যবহার আর নয়
গবেষণাগারের তথ্যে দেখা যায়, যেকোনো ইনফ্যান্ট জিনিসের তুলনায় ওয়াকারে শিশু বেশি ইনজুরিতে পড়ছে।
ওয়াকার চালানো অবস্থায় শিশুর স্টোভ ও হিটারে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি ঘটেছে।
১৫ মাসের কম বয়সী শিশু ওয়াকার নিয়ে সিঁড়িপথে পড়ে যায়। চোট পায়।
সিঁড়িপথের উঁচু গেট বা বড়দের তত্ত্বাবধানেও এই পতন রোধ করা যায়নি।
গবেষণা তথ্য দেখাচ্ছে, ওয়াকার শিশু বিকাশে কোনো মঙ্গল বয়ে আনে না। শিশুর তাড়াতাড়ি হাঁটা শেখাতে এর কোনো ভূমিকা নেই, বরং এতে করে শিশুর সহজাত প্রবৃত্তির ক্রিয়াকর্ম, যেমন—উঠে দাঁড়ানো, হামাগুড়ি দেওয়া—এসব নৈপুণ্যের সক্ষমতা অর্জনে দেরি হয়।
এর চেয়ে বরং শিশুকে নিরাপদ খেলনা দিয়ে তার জন্য নির্দিষ্ট এক স্থান নির্বাচন অনেক ভালো। এতে করে সে অধিকতর মনন ও মেধা বিকাশের পরিবেশ পায়।
প্রণব কুমার চৌধুরী
শিশুরোগ বিশেষজ্ঞ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৩, ২০১১