Daffodil International University

Health Tips => Health Tips => Coronavirus - করোনা ভাইরাস => Topic started by: Sultan Mahmud Sujon on March 05, 2020, 09:49:34 AM

Title: বাংলাদেশসহ ২৫ দেশে ৩ কোটি ৭০ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের
Post by: Sultan Mahmud Sujon on March 05, 2020, 09:49:34 AM
যুক্তরাষ্ট্র সরকার করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত বা ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকির মুখে থাকা ২৫টি দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলার অর্থায়নের অঙ্গীকার করেছে। দেশগুলো হলো, আফগানিস্তান, অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া, ইরাক, কাজাখস্তান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, ফিলিপাইন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, জাম্বিয়া, জিম্বাবুয়ে, বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া, ইথিওপিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, মঙ্গোলিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বের যে কোনো জায়গার সংক্রামক-রোগের হুমকি সর্বত্রই হুমকির কারণ হয়ে উঠতে পারে বলে অন্য দাতাদেরও কোভিড-১৯ মোকাবিলার লড়াইয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গ্লোবাল হেলথ সিকিউরিটি এজেন্ডার (জিএইচএসএ) আওতায় সংক্রামক রোগের জন্য প্রস্তুত হতে ও তা মোকাবিলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র সরকারের অন্য সংস্থার ইতোমধ্যেই বিনিয়োগ রয়েছে। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে নতুন এ তহবিল উপরে উল্লেখিত উচ্চ-অগ্রাধিকারমূলক দেশগুলিতে কোভিড-১৯ এর হুমকি মোকাবিলায় সহায়তা করবে।   


সোর্সঃ https://www.bd-pratidin.com/coronavirus/2020/03/04/507855