Daffodil International University
Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Microbiology => Topic started by: imran986 on March 11, 2020, 04:05:29 PM
-
(https://d30fl3[center][left][center][/center][/left][/center]2nd2baj9.cloudfront.net/media/2020/03/05/kuwait-expats-iedcr-050320-07.jpg/ALTERNATES/w640/kuwait-expats-iedcr-050320-07.jpg)
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কারও মধ্যে জ্বর, গলাব্যাথা, শুকনো কাশি বা শ্বাসকষ্টের মত উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কারও করোনাভাইরাস আক্রান্তের সন্দেহ হলে বা প্রশ্ন থাকলে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।
নম্বরগুলো হলো: ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।
নভেল করোনাভাইরাস এর কোনো টিকা বা ভ্যাকসিন এখনো তৈরি হয়নি। ফলে এমন কোনো চিকিৎসা এখনও মানুষের জানা নেই, যা এ রোগ ঠেকাতে পারে। আপাতত একমাত্র উপায় হল, যারা ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন বা এ ভাইরাস বহন করছেন- তাদের সংস্পর্শ এড়িয়ে চলা।
এ ভাইরাস থেকে নিরাপদ থাকতে নিয়মিত সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া; অপরিষ্কার হাতে নাক, মুখ, চোখ স্পর্শ না করা; হাঁচি–কাশির সময় মুখ ঢেকে রাখা, মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাওয়া এবং জনবহুল স্থানে চলাফেরা এড়ানোর পরামর্শ দিচ্ছে আইইডিসিআর।