Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: ishaquemijee on March 13, 2020, 04:46:37 PM

Title: করোনা থেকে বাঁচতে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল
Post by: ishaquemijee on March 13, 2020, 04:46:37 PM
ছোটদেরও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন

বিশ্বের সব মানুষকে আতঙ্কিত করে রেখেছে করোনা ভাইরাস। আমাদের দেশও ঝুঁকিমুক্ত নয়। এরই মধ্যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে সনাক্ত করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে এই করোনা থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো করোনা ঠেকাতে প্রথমত হাত পরিষ্কার রাখার কথা বলেছে।   

জেনে নিন সঠিকভাবে হাত ধোয়ার কৌশল নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ: 

•    হাত পানি দিয়ে ভিজিয়ে পর্যাপ্ত সাবান নিন
 
•    ডান হাতটি বাম হাতের ওপরে ঘষুন এবং আপনার আঙুলের মধ্যে পরিষ্কার করুন

•    হাতের তালুতে তালু রাখুন। দুই হাতের তালু একসঙ্গে কয়েকবার ঘষুন

•    হাতের আঙুল ও নখ ভালোভাবে পরিষ্কার করুন

•    এবার আপনার এক হাতের আঙুলগুলোমুষ্টিবদ্ধ করুন এবং অপর হাত দিয়ে ঘষুন


•    সাবান দিয়ে ২০ সেকেন্ড হাতটা ঘষে ভালো করে ধুয়ে মুছে ময়েশ্চরাইজ়ার লাগিয়ে নিন

•    বাইরে থাকলে সব সময় পানি দিয়ে হাত ধোয়া সম্ভব হয় না। এজন্য সঙ্গে একটি ছোট স্যানিটাইজ়ার রাখুন। প্রয়োজনে এটি ব্যবহার করুন

•    বাড়ির ছোটদেরও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন

•    নাক, চোখ ও মুখে হাত দেওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে পরিষ্কার করে নিন।
Collected.
Title: Re: করোনা থেকে বাঁচতে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল
Post by: farjana yesmin on March 13, 2020, 10:25:28 PM
Thanks for sharing
Title: Re: করোনা থেকে বাঁচতে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল
Post by: Umme Atia Siddiqua on March 16, 2020, 10:06:52 AM
Thanks for sharing.
Title: Re: করোনা থেকে বাঁচতে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল
Post by: Barin on March 18, 2020, 03:40:00 PM
Very much Effective & Informative guidelines sir.
Title: Re: করোনা থেকে বাঁচতে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল
Post by: MasudRana on March 21, 2020, 01:16:18 PM
Sir, Thanks for sharing.