Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: mehnaz on January 02, 2012, 09:47:45 PM
-
কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর জন্য নিচের কাজগুলি করুনঃ
১। অযাচিত সফ্টওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকুন।
২। কাজ শেষ হয়ে গেলে যে সব সফ্টওয়্যার আপাতত আর কেজে লাগবে না, সেগুলি আনইনস্টল করুন।
৩। সপ্তাহে অন্তত একবার ডিক্স ডিফ্রাগমেন্ট করুন।
৪। রিলায়েবল একটি আপডেটেড এন্টিভাইরাস ইউজ করুন, একাধিক এন্টিভাইরাস ইনস্টল করবেন না, পিসিকে স্লো করে দেয়।
৫। এটা ফলো করুনঃ folder option>view>hide protected operating system file(এটাকে uncheck করুন) এবার আপনার পিসির যেকোন ড্রাইভে যান, এরপর দেখুন system volume information নামের একটা ফোল্ডার আছে, এর ভেতরে সবকিছু ডিলিট করুন (শুধু change.log নামের ফাইল ছাড়া) এভাবে সব ড্রাইভে একই কাজটি করুন। এর ফলে পিসির সব ড্রাইভে অনেক জায়গা খালি হবে।
৬। এবার যান>Start>run>লিখুন % temp% এরপর okতে ক্লিক করুন! দেখবেন অনেক ফিলে এসেছে এগুলি ডিলিট করুন। এতে পিসির সিস্টেম ড্রাইভের জায়গা বাড়বে।
৭। এরপর windows/temp এ যান>এর ভেতরের সবকিছু ডিলিট করুন।
৮। প্রত্যেক ড্রাইভে মিনিমাম ১৫% জায়গা খালি রাখুন, এতে পিসির স্পিড বাড়বে।
৯। পিসিতে ডিক্স/ফ্লপি/পেন ড্রাইভ যাই add করুন না কেন, অবশ্যই ওপেন করার আগে ভালো এন্টিভাইরাস দিয়ে চেক করে নেবেন।
-
Thank you Madam for your post.
-
Good post....
-
Thanks madam for sharing this with us and it will help us.
-
Thank Your very much.......
There is a software " auslogics..." which can help us to do most of the operations indicated in your tips in a convenient way.........
User can try it...........
-
Thanks for all the positive replies and @ tanbir, thanks for u'r suggestion. I'll try that software.
-
Its a long list of work......... :) but ya necessary one...
-
good post
-
Thank you Mam for sharing the helpful post. it become very easy to increase the work ability of our pc.
-
excelent posting .