Daffodil International University

Health Tips => Health Tips => Coronavirus - করোনা ভাইরাস => Topic started by: Shamim Ansary on April 04, 2020, 01:28:18 PM

Title: দ্য টেলিগ্রাফে যৌথ নিবন্ধ: অভ্যন্তরীণ বাজার চাঙ্গা রাখার পদক্ষেপ নিতে হবে বিশ্বন
Post by: Shamim Ansary on April 04, 2020, 01:28:18 PM


মানবজাতির এ সংকট মুহূর্তে বিশ্ব নেতাদের প্রতি আমাদের আহ্বান, অভ্যন্তরীণ বাজার চাঙ্গা রাখতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড ১৯) মহামারী থেকে জনগণকে রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ান।

জনস্বাস্থ্য রক্ষা এবং কর্মীদের কাজে ফেরাতে দেশগুলোর নীতিনির্ধারকদের বিশেষ করে উন্নত দেশগুলোকে কাজ করতে হবে। করোনাভাইরাস দুর্যোগ সৃষ্টির পর থেকে ডব্লিউএইচও সামনে থেকে লড়াই করছে। খুব অল্প সময়ের মধ্যে করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় আইএমএফের অর্থায়নের চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে।

সংস্থাটির ৭৫ বছরের ইতিহাসে এখন পর্যন্ত ৮৫টি দেশ আইএমএফের জরুরি অর্থ চেয়েছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে হঠাৎ স্থবিরতা দেখা দেয়ায় খুব অল্প সময়ের মধ্যেই দেশগুলো জরুরি অর্থ চেয়েছে। আইএমএফ ইতোমধ্যে অনেক দেশকে আর্থিক সহায়তা দিয়েছে।

চিকিৎসক ও নার্সদের সময়মতো বেতন, হাসপাতালগুলোয় বিশেষায়িত কক্ষ নির্মাণ, মাঠপর্যায়ে চিকিৎসা সহায়তা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জমাদি ক্রয় এবং জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ব্যয় বৃদ্ধি করতে হবে।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কোম্পানি ও প্রতিষ্ঠানে নগদ আর্থিক সহায়তা, বেতন ভাতায় ভর্তুকি দেয়া ও বেকারভাতা বাড়াতে হবে। গরিব মানুষদের ঋণ সুবিধা দিতে আইএমএফ অর্থ সহায়তার পরিমাণ বাড়িয়েছে। রিলিফ ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বহু দাতা সংস্থা বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিচ্ছে।

জরুরি অর্থ সহায়তা করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর জন্য সহায়ক হবে। প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দেশগুলো দ্রুত পৌঁছে দিতে ডব্লিউএইচও সমন্বয় করতে পারে। পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহের ধারাবাহিকতা রক্ষায় সংস্থাটি কাজ করে যাচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখতে বাধ্য হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে কড়াকড়ি আরোপ করেছে। অর্থ খরচের তালিকায় জনস্বাস্থ্যের দিকটিতে দেশগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্য ও জীবিকা পরস্পরের হাত ধরে চলে। তাই করোনা মহামারী থেকে জনগণকে রক্ষায় স্বাস্থ্য খাতে বিশ্ব নেতাদের বিনিয়োগ বাড়াতে হবে।



Source: https://www.jugantor.com/todays-paper/first-page/295470/%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A5-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%85%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A3-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%AA-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0