Daffodil International University

Health Tips => Health Tips => Coronavirus - করোনা ভাইরাস => Topic started by: Shamim Ansary on April 04, 2020, 08:54:57 PM

Title: করোনায় সর্বকনিষ্ঠের মৃত্যু ইন্দোনেশিয়ায়, বয়স মোটে ১১!
Post by: Shamim Ansary on April 04, 2020, 08:54:57 PM
বিশেষজ্ঞরা যা-ই বলুন, করোনাভাইরাস শুধু যে প্রবীণদের নয়, সুযোগ বুঝে শিশুদের শরীরেও মরণ কামড় বসাচ্ছে, হাতের সামনে তার জলজ্যান্ত প্রমাণ ইন্দোনেশিয়ার বছর এগারোর এক বালিকা। পরিসংখ্যানের নিরিখে করোনাভাইরাস বা কোভিড-১৯-এ নবীন বা শিশুমৃত্যুর হার নগণ্য হলেও, একেবারে উপেক্ষা করা যায় না।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মৃত বালিকার বয়স ১১ বছর। গত ১৯ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, পরের প্রায় দু-সপ্তাহ ধরে পরিস্থিতি ক্রমে খারাপ হতে থাকে। ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে, বুধবার করোনাআক্রান্ত শিশুটি মারা যায়।

ডাক্তাররা জানান, কোভিড-১৯ সংক্রমণের আগে থেকেই ডেঙ্গির জ্বরে ভুগছিল বাচ্চাটি। যে কারণে পরিস্থিতি ক্রমে জটিলতর হতে থাকে। ইন্দোনেশিয়ায় এখনও পর্যন্ত ১৬৬৭ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। বুধবার পর্যন্ত মারা গিয়েছেন ১৫৭ জন। এর মধ্যে ১১ ডাক্তারও রয়েছেন, যাঁরা করোনা আক্রান্তদের চিকিত্সা করছিলেন।

গোরক্ষপুরে করোনায় মৃতই ভারতে সর্বকনিষ্ঠ, বয়স ২৫

এদিকে, বুধবার রাত পর্যন্ত গোটা বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত বেড়ে হয়েছে ৯ লক্ষ ১০ হাজার ৩৫২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৪৯৮ জনের। এর মধ্যে শুধু ইতালিতেই মারা গিয়েছেন ১৩ হাজার। স্পেনে মৃত্যু হয়েছে ৯ হাজার ৫৩ জনের। আমেরিকায় মৃতের সংখ্যাটা প্রায় সাড়ে ৪ হাজার। ইরানে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। ব্রিটেনেও মৃতের সংখ্যা দ্রুত আড়াই হাজারের দিকে এগোচ্ছে।

গোটা বিশ্বে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, কোভিড-১৯ গোটা বিশ্বকে এমন এক মন্দার মুখে ঠেলে দিতে পারে, যা সাম্প্রতিক অতীতে কেউই দেখননি। বর্তমান পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে, গোটা দুনিয়াকে ভেদাভেদ ভুলে, এক হয়ে কাজ করার অনুরোধ জানান রাষ্ট্রপুঞ্জের মহাসচিব।

করোনায় আক্রান্তের নিরিখে আমেরিকাই এখনও পর্যন্ত শীর্ষে। বুধবার রাত পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৮৪৮। মৃত্যু হয়েছে ৪৪৮২ জনের। যেখানে চিনে করোনায় মারা গিয়েছেন ৩ হাজার ৩০৫ জন।


Source: https://eisamay.indiatimes.com/world/11-year-old-girl-youngest-to-die-from-covid-19-infection-in-indonesia/articleshow/74938873.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5