Daffodil International University
Health Tips => Health Tips => Coronavirus - করোনা ভাইরাস => Topic started by: Shamim Ansary on April 07, 2020, 01:23:31 PM
-
করোনাভাইরাস নিয়ে ব্র্যাকের সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কথা বলেছেন এবং পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বেনজির আহমেদ।
তাঁর কাছে জানতে চাওয়া হয়, সামাজিক দূরত্ব বলতে কী বোঝায়? কেন জরুরি? তিনি বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতে সবচেয়ে কার্যকর ব্যবস্থা এখন একটাই, সামাজিক দূরত্ব বজায় রাখা। সামাজিক দূরত্ব হতে পারে ব্যক্তি পর্যায়ে, যেমন ঘরে বসে অফিস করা, বাজারে বা বাইরে না যাওয়া। পারিবারিকভাবে হতে পারে যেমন কেউ আক্রান্ত হলে ঘরে থাকা বা পরিবারের সদস্যদের থেকেও দূরত্ব বজায় রাখা। সামাজিকভাবে হতে পারে, যেমন দোকানপাট, বাজার, স্কুল-কলেজ, গণপরিবহন বন্ধ রাখা। আবার রাষ্ট্রীয় পর্যায়েও হতে পারে, যেমন বিদেশে যাতায়াতের জন্য বিমান চলাচল বন্ধ রাখা, এক দেশ থেকে অন্য দেশে মানুষের যাতায়াত বন্ধ রাখা—এগুলো সবই সামাজিক দূরত্ব বজায় রাখা।’
বেনজির আহমেদ মাস্কের ব্যবহার সম্পর্কেও বিশদভাবে বলেছেন। তিনি বলেন, ‘মাস্কের ব্যবহার সম্পর্কে নানা ভ্রান্ত ধারণা ছড়িয়েছে। আমাদের বুঝতে হবে কখন কোথায় মাস্ক ব্যবহার করতে হবে। আমরা মাস্ক ব্যবহার করি দুটো কারণে, আমাদের হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু যেন বাতাসে ছড়িয়ে না পড়ে এবং বাতাসে থাকা জীবাণু যেন আমাদের শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ভেতরে না ঢোকে। আমাদের ঘরের ভেতরে যদি কেউ আক্রান্ত ব্যক্তি না থাকে তাহলে ঘরে মাস্ক পরে থাকার দরকার নেই। কিন্তু আমরা যখন বাজারে যাচ্ছি বা বাইরে বের হচ্ছি, তখন অন্যের হাঁচি কাশির মাধ্যমে বাতাসে ছড়ানো জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক পরতে হবে। আবার যখন রোগীর সেবা করছি, তখন অবশ্যই মাস্ক পরতে হবে।’
করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হোন। নিজে সতর্ক থাকুন এবং অন্যকেও জানান।
Source: https://www.prothomalo.com/life-style/article/1649163/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6-%E0%A7%A6%E0%A7%A9