Daffodil International University

Educational => You need to know => Topic started by: Sultan Mahmud Sujon on January 03, 2012, 08:32:02 AM

Title: শিশুদের নার্সিং, বোতল ক্যারিজে করণীয়
Post by: Sultan Mahmud Sujon on January 03, 2012, 08:32:02 AM
বোতলে দুধ খাওয়ার পর অবহেলাজনিত কারণে শিশুরা এক ধরনের ডেন্টাল ক্যারিজ বা দন্ত ক্ষয়রোগে আক্রান্ত হয়ে পড়ে। ডেন্টাল সার্জনরা এই দন্তক্ষয় রোগকে নার্সিং বোতল ক্যারিজ বা বেবি বোতল টুথ ডিকে বলে থাকেন। প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের মুখেও থাকে অসংখ্য ব্যাকটেরিয়া। রাতে ঘুমন্ত অবস্হায় শিশুকে দুধ বা মিষ্টি জাতীয় পানীয় খাওয়ানোর ফলে ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে। ফলে দেখা দেয় মারাত্মক ডেন্টাল ক্যারিজ বা দন্ত ক্ষয় রোগ।

প্রতিরোধের উপায়

    প্রতিবার দুধ খাওয়ানোর পর ভেজা কাপড় দিয়ে ধীরে ধীরে শিশুর মাঢ়ি ও দাঁত পরিষ্কার করে দিতে হবে।
    রাতে বোতলে করে দুধ বা ফলের রস খাওয়ানো থেকে বিরত থাকতে হবে।
    শিশুকে রাতে চিনি ছাড়া বিশুদ্ধ পানি খাওয়াতে অভ্যাস করাতে হবে।
    অনেকে রাতে শিশুকে মধু মিশ্রিত পানি পান করিয়ে থাকেন, যা অবশ্যই বর্জন করতে হবে।

উৎসঃ দৈনিক আমারদেশ, ১০ ডিসেম্বর ২০০৭
লেখকঃ ডা. আওরঙ্গজেব আরু