Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: Md. Siddiqul Alam (Reza) on April 11, 2020, 05:23:34 PM
-
বাংলাদেশসহ পৃথিবীব্যাপি করোনাভাইরাস মহামারী চলমান। এমন মহামারীতে প্রিয়নবী মুহাম্মদ সা. কি বলেছেন, আসুন তা থেকে একখানা হাদিস জেনে নিই।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে কোনো ব্যক্তি মহামারীর সময় নিজেকে ঘরে রুদ্ধ রাখবে ধৈর্যসহকারে, সওয়াবের আশায় এবং এই বিশ্বাস নিয়ে যে, আল্লাহ তার ভাগ্যে যা লিখেছেন এর বাইরে কিছুই ঘটবে না, সে শহীদের মর্যাদা ও বিনিময় লাভ করবে।''
বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার হাফেজ ইবনে হাজার আসকালানি এই হাদীসের ব্যাখ্যায় লেখেন, ধৈর্য সহকারে, সওয়াবের আশায় ও আল্লাহর উপর ভরসা- এই তিনটি বিষয় ধারণ করে যে ব্যক্তি মহামারীর সময় ঘরে থাকবে, তিনি শহীদের মর্যাদা পাবেন। মহামারীতে তিনি মারা যান অথবা না-ই মারা যান।
-ফতহুল বারী শরহে বুখারী, ১৯৪/১০।