Daffodil International University

Health Tips => Health Tips => Coronavirus - করোনা ভাইরাস => Topic started by: Md. Siddiqul Alam (Reza) on April 17, 2020, 04:08:42 PM

Title: করোনার ভ্যাকসিন ইঁদুরে প্রয়োগে কাজে দিয়েছে
Post by: Md. Siddiqul Alam (Reza) on April 17, 2020, 04:08:42 PM
করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য কাজ করে যাচ্ছেন ৩৪ বছর বয়সী কিজমেকিয়া কোরবেট। নর্থ ক্যারেলিনায় জন্ম নেওয়া এই নারী ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ (এনআইএইচ) এর গবেষকদের নেতৃত্ব দিচ্ছেন ভ্যাকসিন উদ্ভাবনের ব্যাপারে।

চলতি মাসের শুরুর দিকেই গবেষণায় এগিয়ে যায় তার দল। তারা চেষ্টা করছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার ভ্যাকসিন আবিষ্কার করে করোনাভাইরাস ঠেকাতে। গবেষকরা বলছেন, তাদের তৈরি ভ্যাকসিন এরই মধ্যে ইঁদুরে প্রয়োগ করা হয়েছে।

ভ্যাকসিনটি কার্যকর হলে ইঁদুরের রক্তের বর্ণ নীল হয়ে যাওয়ার কথা। কিজমেকিয়া দাবি করেছেন, ইঁদুরের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই রক্তের বর্ণ নীল হতে শুরু করে। তার মানে এটি ইমিউন সিস্টেম শক্তিশালী করতে কাজে দিচ্ছে। এটা সত্যিই অনেক বিস্ময়কর ফল বলেও মনে করেন তিনি।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে এই ভ্যাকসিনের। ২০২১ সালের মাঝামাঝি এই ভ্যাকসিন বাজারে আসতে বলে জানিয়েছেন তিনি।

https://www.kalerkantho.com/online/world