Daffodil International University
Health Tips => Health Tips => Coronavirus - করোনা ভাইরাস => Topic started by: kazi mesbah ur rahman on April 27, 2020, 02:01:13 PM
-
বোতল বন্দি দৈত্য করোনা ভাইরাস
অনেকটা বোতল বন্দি দৈত্যের মত এই করোনা ভাইরাস।বোতল থেকে ছাড়া পেয়ে পুরো পৃথিবী ভ্রমণে বেড়িয়েছে সে। কি প্রচন্ড তার গতি! চলার পথে যারা পড়ছে তদেরকেই নাস্তানাবুদ করাই তার কাজ । যেহেতু তাকে বোতলে ভরার কোনো ব্যবস্থা আপাতত নেই কাজেই তার চলার পথ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। এই দৈত্য অনেক শক্তিশালী হলেও সাবান পানির কাছে অসহায়। কাজেই ঘন ঘন সাবান পানি দিয়ে খুব ভাল করে হাত ধুতে হবে। আমরা ঘরের বাইরে বেরোলে সে কিন্তু অনায়াসে আক্রমন করতে পারে। সুতারং খুব জরুরি প্রয়োজন না হলে কিছুদিন বাইরে বের না হওয়া ভাল। যেহেতু সে বোতল বন্দি ছিল সেই জন্য বুঝা যাচ্ছে ইচ্ছামত নিজেকে বড় কিম্বা ছোট করার ক্ষমতা তার আছে। কাজেই বাইরে থেকে কোনো কিছু বাসায় আসলে সেগুলোতে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটাতে হবে। চোখ, নাক অথবা মুখ দিয়ে দৈত্যটি আমাদের শরীরে প্রবেশ করে। তাই অকারণে এই অঙ্গ গুলো স্পর্শ করে তাকে উত্তেজিত করা যাবে না। যারা পরিষ্কার পরিছন্ন থাকে তাদেরকে দৈত্যটি এরিয়ে চলে। সুতারং সব সময় পরিষ্কার থাকাটা জরুরি। আরেকটা কথা ভয় পেলে কিন্তু তাকে আবার বোতলে ভরা যাবে না। সে যতই বিশাল হোক মানুষের বুদ্ধির কাছে পরাজিত তাকে হতেই হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা...