Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Quran => Topic started by: masud.ged on April 30, 2020, 02:49:05 AM

Title: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - দুনিয়ার সূচনা ও হযরত (আঃ) ও সকল প্রানীর সৃজন সম্পর্ক
Post by: masud.ged on April 30, 2020, 02:49:05 AM
১। নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি তৈরী করেছেন আসমান ও যমীনকে ছয় দিনে, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি কার্য পরিচালনা করেন। কেউ সুপারিশ করতে পাবে না তবে তাঁর অনুমতি ছাড়া ইনিই আল্লাহ তোমাদের পালনকর্তা। অতএব, তোমরা তাঁরই এবাদত কর। তোমরা কি কিছুই চিন্তা কর না ? - (সুরা ইউনুস ৩)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - দুনিয়ার সূচনা ও হযরত (আঃ) ও সকল প্রানীর সৃজন সম্পর্ক
Post by: masud.ged on April 30, 2020, 02:49:17 AM
২। তিনিই আসমান ও যমীন ছয় দিনে তৈরী করেছেন, তাঁর আরশ ছিল পানির উপরে, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে, তোমাদের মধ্যে কে সবচেয়ে ভাল কাজ করে। আর যদি আপনি তাদেরকে বলেন যে, "নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত ওঠানো হবে, তখন কাফেরেরা অবশ্য বলে এটা তো স্পষ্ট যাদু!" - (সূরা হুদ - ৭)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - দুনিয়ার সূচনা ও হযরত (আঃ) ও সকল প্রানীর সৃজন সম্পর্ক
Post by: masud.ged on April 30, 2020, 02:49:26 AM
৩। আমি মানবকে পচা কর্দম থেকে তৈরী বিশুস্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি। এবং জিনকে এর আগে লু এর আগুনের দ্বারা সৃজিত করেছি।  - (সূরা হিজর - ২৬-২৭)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - দুনিয়ার সূচনা ও হযরত (আঃ) ও সকল প্রানীর সৃজন সম্পর্ক
Post by: masud.ged on April 30, 2020, 02:49:36 AM
৪। আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের কতক বুকে ভয় দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে; আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম। - (সূরা নূর - ৪৫)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - দুনিয়ার সূচনা ও হযরত (আঃ) ও সকল প্রানীর সৃজন সম্পর্ক
Post by: masud.ged on April 30, 2020, 02:49:47 AM
৫। বলুন, তোমরা কি সে সত্তাকে অস্বীকার কর যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দু’দিনে এবং তোমরা কি তাঁর সমকক্ষ স্থীর কর? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন-পূর্ণ হল জিজ্ঞাসুদের জন্যে।  অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধুম্রকুঞ্জ, অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। - (সূরা হা-মীম সেজদাহ - ৯-১১)
Title: Re: কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - দুনিয়ার সূচনা ও হযরত (আঃ) ও সকল প্রানীর সৃজন সম্পর্ক
Post by: masud.ged on April 30, 2020, 02:49:58 AM
৬। তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন। পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন। তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন, পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে। - (সূরা আন-নযিআ’ত ২৮-৩৩)