Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Quran => Topic started by: masud.ged on May 07, 2020, 01:48:12 AM

Title: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ সবকিছুরই স্রষ্টা এবং তাঁর সত্ত্বা, গুণাবলী
Post by: masud.ged on May 07, 2020, 01:48:12 AM
১। আল্লাহর নিকট আসমান ও যমীনের কোন বিষয়ই গোপন নেই। - (সূরা আল ইমরান - ৫)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ সবকিছুরই স্রষ্টা এবং তাঁর সত্ত্বা, গুণাবলী
Post by: masud.ged on May 07, 2020, 01:48:27 AM
২। তিনিই তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্টকাল নির্ধারণ করেছেন। আর অপর নির্দিষ্টকাল আল্লাহর কাছে আছে। তথাপি তোমরা সন্দেহ কর। - (সূরা আল আন'আম - ২)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ সবকিছুরই স্রষ্টা এবং তাঁর সত্ত্বা, গুণাবলী
Post by: masud.ged on May 07, 2020, 01:48:37 AM
৩। নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্যে সুশোভিত করে দিয়েছি। আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি। কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিন্ড। আমি ভু-পৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি। আমি তোমাদের জন্যে তাতে জীবিকার উপকরন সৃষ্টি করছি এবং তাদের জন্যেও যাদের অন্নদাতা তোমরা নও। আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার রয়েছে। আমি নির্দিষ্ট পরিমানেই তা অবতরণ করি। আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই। বস্তুতঃ তোমাদের কাছে এর ভান্ডার নেই। আমিই জীবনদান করি, মৃত্যুদান করি এবং আমিই চুড়ান্ত মালিকানার অধিকারী। - (সূরা হিজর - ১৬-২৩)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ সবকিছুরই স্রষ্টা এবং তাঁর সত্ত্বা, গুণাবলী
Post by: masud.ged on May 07, 2020, 01:48:48 AM
৪। আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মত অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণও করতে সক্ষম। অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্যে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্যে এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাক। এবং ঐ বৃক্ষ সৃষ্টি করেছি, যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্যে তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে। - (সূরা আনা মু'মিনূন - ১৮-২১)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ সবকিছুরই স্রষ্টা এবং তাঁর সত্ত্বা, গুণাবলী
Post by: masud.ged on May 07, 2020, 01:48:58 AM
৫। আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের কতক বুকে ভয় দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে; আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম। - (সূরা নূর - ৪৫)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ সবকিছুরই স্রষ্টা এবং তাঁর সত্ত্বা, গুণাবলী
Post by: masud.ged on May 07, 2020, 01:49:09 AM
৬। তিনি হলেন যাঁর রয়েছে নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব। তিনি কোন সন্তান গ্রহণ করেননি। রাজত্বে তাঁর কোন অংশীদার নেই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন, অতঃপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে। - (সুরা ফুরক্বান - ২)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ সবকিছুরই স্রষ্টা এবং তাঁর সত্ত্বা, গুণাবলী
Post by: masud.ged on May 07, 2020, 01:49:21 AM
৭। তারা কি দেখে না যে, আল্লাহ কিভাবে সৃষ্টিকর্ম শুরু করেন অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন? এটা আল্লাহর জন্যে সহজ। বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুর্নবার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু করতে সক্ষম। - (সূরা আনকাবুত - ১৯-২০)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ সবকিছুরই স্রষ্টা এবং তাঁর সত্ত্বা, গুণাবলী
Post by: masud.ged on May 07, 2020, 01:49:31 AM
৮। যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে। অতঃপর তিনি তাকে সুষম করেন, তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর। তারা বলে, আমরা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গেলেও পুনরায় নতুন করে সৃজিত হব কি? বরং তারা তাদের পালনকর্তার সাক্ষাতকে অস্বীকার করে। - (সূরা সেজদাহ - ৭-১০)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ সবকিছুরই স্রষ্টা এবং তাঁর সত্ত্বা, গুণাবলী
Post by: masud.ged on May 07, 2020, 01:49:47 AM
৯। যিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন। তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও। যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন, তিনিই কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তিনি যখন কোন কিছু করতে ইচ্ছা করেন, তখন তাকে কেবল বলে দেন, ‘হও’ তখনই তা হয়ে যায়। অতএব পবিত্র তিনি, যাঁর হাতে সবকিছুর রাজত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। - (সূরা ইয়াসীন ৮০-৮৩)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ সবকিছুরই স্রষ্টা এবং তাঁর সত্ত্বা, গুণাবলী
Post by: masud.ged on May 07, 2020, 01:50:02 AM
১০। তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সুর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। - (সূরা আল-যুমার - ৫)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ সবকিছুরই স্রষ্টা এবং তাঁর সত্ত্বা, গুণাবলী
Post by: masud.ged on May 07, 2020, 01:50:12 AM
১১। তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে। অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্যে আট প্রকার চতুষ্পদ জন্তু অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? - (সূরা আল-যুমার - ৬)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ সবকিছুরই স্রষ্টা এবং তাঁর সত্ত্বা, গুণাবলী
Post by: masud.ged on May 07, 2020, 01:50:22 AM
১২। তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তা’আলার সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না। আবার দৃষ্টিফেরাও; কোন ফাটল দেখতে পাও কি? অতঃপর তুমি বার বার তাকিয়ে দেখ-তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি। - (সূরা মুলক - ৩-৫)