Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Quran => Topic started by: masud.ged on May 07, 2020, 01:56:42 AM

Title: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ অমুখাপেক্ষী আর সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:56:42 AM
১। আর যা কিছু রয়েছে আসমান সমূহে ও যমীনে সবই আল্লাহর। বস্তুতঃ আমি নির্দেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী গ্রন্থের অধিকারীদেরকে এবং তোমাদেরকে যে, তোমরা সবাই ভয় করতে থাক আল্লাহকে। যদি তোমরা তা না মান, তবে জেনো, সে সব কিছুই আল্লাহ তা’আলার যা কিছু রয়েছে আসমান সমূহে ও যমীনে। আর আল্লাহ হচ্ছেন অভাবহীন, প্রসংশিত। - (সূরা আন নিসা - ১৩১)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ অমুখাপেক্ষী আর সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:56:52 AM
২। আপনার প্রতিপালক অমুখাপেক্ষী, করুণাময়। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে উচ্ছেদ করে দিবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলে অভিষিক্ত করবেন; যেমন তোমাদেরকে অন্য এক সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন। - (সূরা আল আন'আম - ১৩৩)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ অমুখাপেক্ষী আর সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:57:02 AM
৩। এবং মূসা বললেনঃ তোমরা এবং পৃথিবীর সবাই যদি কুফরী কর, তথাপি আল্লাহ অমুখাপেক্ষী, যাবতীয় গুনের আধার। - (সূরা ইব্রাহীম -৮)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ অমুখাপেক্ষী আর সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:57:14 AM
৪। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজ গুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব। - (সূরা আনকাবুত - ৭)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ অমুখাপেক্ষী আর সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:57:25 AM
৫। হে মানুষ, তোমরা আল্লাহর গলগ্রহ। আর আল্লাহ; তিনি অভাবমুক্ত, প্রশংসিত। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে বিলুপ্ত করে এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন। - (সূরা ফাত্বির - ১৫-১৬)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ অমুখাপেক্ষী আর সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:57:34 AM
৬। আকাশ ও পৃথিবীর চাবি তাঁর কাছে। তিনি যার জন্যে ইচ্ছা রিযিক বৃদ্ধি করেন এবং পরিমিত করেন। তিনি সর্ব বিষয়ে জ্ঞানী। - (সূরা আশ-শুরা - ১২)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ অমুখাপেক্ষী আর সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:57:45 AM
৭। আল্লাহ অমুখাপেক্ষী - (সূরা এখলাছ - ২)