Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Quran => Topic started by: masud.ged on May 26, 2020, 12:45:32 AM

Title: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:45:32 AM
১। নিশ্চয়ই আমি আপনাকে বার বার আকাশের দিকে তাকাতে দেখি। অতএব, অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল-হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাক, সেদিকে মুখ কর। যারা আহলে-কিতাব, তারা অবশ্যই জানে যে, এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ বেখবর নন, সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে। যদি আপনি আহলে কিতাবদের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন, তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কেবলা মানেন না। তারাও একে অন্যের কেবলা মানে না। যদি আপনি তাদের বাসনার অনুসরণ করেন, সে জ্ঞানলাভের পর, যা আপনার কাছে পৌঁছেছে, তবে নিশ্চয় আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন। আমি যাদেরকে কিতাব দান করেছি, তারা তাকে চেনে, যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে। আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে। - (সূরা আল বাক্বারাহ - ১৪৪-১৪৬)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:45:43 AM
২। আর মুহাম্মদ একজন রসূল বৈ তো নয়! তাঁর পূর্বেও বহু রসূল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে তোমরা পশ্চাদপসরণ করবে? বস্তুতঃ কেউ যদি পশ্চাদপসরণ করে, তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি-বৃদ্ধি হবে না। আর যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদের সওয়াব দান করবেন। - (সূরা আল ইমরান - ১৪৪)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:45:53 AM
৩। আমি আপনার প্রতি ওহী পাঠিয়েছি, যেমন করে ওহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সে সমস্ত নবী-রসূলের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন। আর ওহী পাঠিয়েছি, ইসমাঈল, ইব্রাহীম, ইসহাক, ইয়াকুব, ও তাঁর সন্তাবর্গের প্রতি এবং ঈসা, আইয়ুব, ইউনূস, হারুন ও সুলায়মানের প্রতি। আর আমি দাউদকে দান করেছি যবুর গ্রন্থ। (সূরা আন নিসা ১৬৩)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:46:03 AM
৪। এমনি ভাবে আমি নিদর্শনাবলী ঘুরিয়ে-ফিরিয়ে বর্ণনা করি যাতে তারা না বলে যে, আপনি তো পড়ে নিয়েছেন এবং যাতে আমি একে সুধীবৃন্দের জন্যে খুব পরিব্যক্ত করে দেই। - (সূরা আন আম - ১০৫)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:46:14 AM
৫। সেসমস্ত লোক, যারা আনুগত্য অবলম্বন করে এ রসূলের, যিনি উম্মী নবী, যাঁর সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তওরাত ও ইঞ্জিলে লেখা দেখতে পায়, তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে; তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষনা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দীত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তাঁর উপর ঈমান এনেছে, তাঁর সাহচর্য অবলম্বন করেছে, তাঁকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে। - (সূরা আল আ'রাফ - ১৫৭)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:46:26 AM
৬। বলে দাও, যদি আল্লাহ চাইতেন, তবে আমি এটি তোমাদের সামনে পড়তাম না, আর নাইবা তিনি তোমাদেরেকে অবহিত করতেন এ সম্পর্কে। কারণ আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও একটা বয়স অতিবাহিত করেছি। তারপরেও কি তোমরা চিন্তা করবে না? (সূরা ইউনুস - ১৬)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:46:36 AM
৭। আচ্ছা বল তো, যে ব্যক্তি তার প্রভুর সুস্পষ্ট পথে রয়েছে, আর সাথে সাথে আল্লাহর তরফ থেকে একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মূসা (আঃ) এর কিতাবও সাক্ষী যা ছিল পথনির্দেশক ও রহমত স্বরূপ, (তিনি কি অন্যান্যের সমান) অতএব তাঁরা কোরআনের প্রতি ঈমান আনেন। আর ঐসব দলগুলি যে কেউ তা অস্বীকার করে, দোযখই হবে তার ঠিকানা। অতএব, আপনি তাতে কোন সন্দেহে থাকবেন না। নিঃসন্দেহে তা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য; তথাপি অনেকেই তা বিশ্বাস করে না। - (সূরা হুদ - ১৭)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:46:45 AM
৮। আপনার পূর্বে আমি যতজনকে রসূল করে পাঠিয়েছি, তারা সবাই পুরুষই ছিল জনপদবাসীদের মধ্য থেকে। আমি তাঁদের কাছে ওহী প্রেরণ করতাম। তারা কি দেশ-বিদেশ ভ্রমণ করে না, যাতে দেখে নিত কিরূপ পরিণতি হয়েছে তাদের যারা পূর্বে ছিল ? সংযমকারীদের জন্যে পরকালের আবাসই উত্তম। তারা কি এখনও বোঝে না? এমনকি যখন পয়গম্বরগণ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন, এমনকি এরূপ ধারণা করতে শুরু করতেন যে, তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল, তখন তাদের কাছে আমার সাহায্য পৌছে। অতঃপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে। আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না। তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়, এটা কোন মনগড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্যে পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হেদায়েত। - (সূরা ইউসুফ - ১০৯-১১১)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:46:55 AM
৯। কাফেররা বলেঃ আপনি প্রেরিত ব্যক্তি নন। বলে দিন, আমার ও তোমাদের মধ্যে প্রকৃষ্ট সাক্ষী হচ্ছেন আল্লাহ এবং ঐ ব্যক্তি, যার কাছে গ্রন্থের জ্ঞান আছে। - (সূরা রা'দ - ৪৩)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:47:08 AM
১০। অতএব তারা কি এই কালাম সম্পর্কে চিন্তা-ভাবনা করে না? না তাদের কাছে এমন কিছু এসেছে, যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি? না তারা তাদের রসূলকে চেনে না, ফলে তারা তাঁকে অস্বীকার করে? - (সুরা আল মু'মিনূন - ৬৮-৬৯)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:48:09 AM
১১। মূসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম, তখন আপনি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীও ছিলেন না। কিন্তু আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম, অতঃপর তাদের অনেক যুগ অতিবাহিত হয়েছে। আর আপনি মাদইয়ানবাসীদের মধ্যে ছিলেন না যে, তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করতেন। কিন্তু আমিই ছিলাম রসূল প্রেরণকারী। আমি যখন মূসাকে আওয়াজ দিয়েছিলাম, তখন আপনি তুর পর্বতের পার্শ্বে ছিলেন না। কিন্তু এটা আপনার পালনকর্তার রহমত স্বরূপ, যাতে আপনি এমন এক সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেন, যাদের কাছে আপনার পূর্বে কোন ভীতি প্রদর্শনকারী আগমন করেনি, যাতে তারা স্মরণ রাখে। - (সূরা আল কাসাস - ৪৪-৪৬)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:48:18 AM
১২। বলুন, আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছিঃ তোমরা আল্লাহর নামে এক একজন করে ও দু, দু জন করে দাঁড়াও, অতঃপর চিন্তা-ভাবনা কর-তোমাদের সঙ্গীর মধ্যে কোন উম্মাদনা নেই। তিনি তো আসন্ন কাঠোর শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন মাত্র। বলুন, আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না বরং তা তোমরাই রাখ। আমার পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছে। প্রত্যেক বস্তুই তাঁর সামনে। - (সূরা সাবা - ৪৬-৪৭)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:48:28 AM
১৩। বলুন, এটি এক মহাসংবাদ, যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ। ঊর্ধ্ব জগৎ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না যখন ফেরেশতারা কথাবার্তা বলছিল। আমার কাছে এ ওহীই আসে যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী। - (সূরা ছোয়াদ - ৬৭-৭০)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:48:39 AM
১৪। আপনাকে তো তাই বলা হয়, যা বলা হত পূর্ববর্তী রসূলগনকে। নিশ্চয় আপনার পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। - (সুরা হা-মীম সেজদাহ - ৪৩)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:48:51 AM
১৫। এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশক্রমে। আপনি জানতেন না, কিতাব কি এবং ঈমান কি? কিন্তু আমি একে করেছি নূর, যাদ্দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয় আপনি সরল পথ প্রদর্শন করেন- (সূরা আশ শুরা - ৫২)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:49:01 AM
১৬। অতএব, আপনি উপদেশ দান করুন। আপনার পালনকর্তার কৃপায় আপনি অতীন্দ্রিয়বাদী নন এবং উম্মাদও নন। তারা কি বলতে চায়ঃ সে একজন কবি আমরা তার মৃত্যু-দুর্ঘটনার প্রতীক্ষা করছি। বলুনঃ তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত আছি। তাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদেরকে আদেশ করে, না তারা সীমালংঘনকারী সম্প্রদায়? না তারা বলেঃ এই কোরআন সে নিজে রচনা করেছে? বরং তারা অবিশ্বাসী। - (সূরা আত্ব তূর - ২৯-৩৩)
Title: Re: বিষয়ভিত্তিক আয়াত - রাসুল(সাঃ) এর নবুয়্যাতের ও পূর্ববর্তী কিতাবে ভবিষ্যৎ বানীসমূহ
Post by: masud.ged on May 26, 2020, 12:49:11 AM
১৭। স্মরণ কর, যখন মরিয়ম-তনয় ঈসা (আঃ) বললঃ হে বনী ইসরাইল! আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল, আমার পূর্ববর্তী তওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসূলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আগমন করবেন। তাঁর নাম আহমদ। অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল, তখন তারা বললঃ এ তো এক প্রকাশ্য যাদু। - (সূরা আছ-ছফ - ৬)