Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: momin.ce on September 27, 2020, 01:57:08 PM

Title: How to record Google Meet attendance with Python, simple way without extension
Post by: momin.ce on September 27, 2020, 01:57:08 PM
আমরা সবাই এখন অনলাইন ক্লাস নিয়ে ব্যাস্ত। গুগল মিটে attendance record করার জন্য আমরা অনেকেই অনেক ধরনের browser extension use করে থাকি, কিন্তু extension গুলো সব সময় ঠিক মত কাজ করে না, আবার স্টুডেন্ট সংখ্যা বেশি হয়ে গেলে, অনেক সময় extension সবার attendance count করতে পারে না, এর জন্য সব চেয়ে সহজ এবং নির্ভরযোগ্য একটা উপায় নিয়ে আপনাদের সামনে এসেছি। ক্লাস শুরু হবার সাথে সাথে, আপনি স্টুডেন্টদের chat box এ তাদের আইডি কমেন্ট করতে
 বলবেন, ক্লাস শেষে, একটা ছোট্ট পাইথন ফাইল দিয়ে, তাদের আইডি গুলো আপনি খুব সহজে, sort করতে পারবেন। বিস্তারিত জানার জন্য, ৭ মিনিটের এই ভিডিওটা দেখতে পারেন, আর প্রয়োজনীয় ফাইলস নিচের লিঙ্ক থেকে downlaod করতে পারবেন।

ধন্যবাদ ।

Youtube Video: https://youtu.be/3TinPs7zYrI?list=PL5vemSEpmu0MufI-jhQt3SK5ECGPp6MG9 (https://youtu.be/3TinPs7zYrI?list=PL5vemSEpmu0MufI-jhQt3SK5ECGPp6MG9)


To download necessary files, please https://drive.google.com/drive/u/2/folders/1UgQXQqwI8f1TBDK3xZxl9a5-tM-f9j8g (https://drive.google.com/drive/u/2/folders/1UgQXQqwI8f1TBDK3xZxl9a5-tM-f9j8g)
Title: Re: How to record Google Meet attendance with Python, simple way without extension
Post by: mosharraf.xm on September 29, 2020, 03:45:29 PM
চ্যাট বক্সে কমেন্ট করলে তো সেটা অথেন্টিকই হবে তাইনা যেহেতু প্রত্যেক স্টুডেন্ট তাদের নিজেদের আইডি দিয়ে লগ ইন করবে?

শেয়ার করার জন্য ধন্যবাদ।