বাংলাদেশের ৬৪টি জেলার ওয়েবসাইট
গত ৬ই জানুয়ারী ২০১০ । বাংলাদেশের ৬৪টি জেলার প্রতিটিতে ‘‘জেলা তথ্য বাতায়ন‘‘ নামে ওয়েবসাইট প্রকাশ করেছে সরকার । নিচে প্রত্যেকটির জেলার ওয়েব সাইট বিভাগওয়ারী আপনাদের কাছে তুলে ধরলাম । প্রত্যেকটা সাইট বাংলায় । এই সাইটগুলোর মাধ্যমে জেলাগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে । প্রতিটি ওয়েব সাইটে আছে জেলা, জেলার পটভূমি, ভৌগলিক প্রোফাইল, শিল্প ও বাণিজ্য, পত্র পত্রিকা, খেলাধূলা ও বিনোদন, ভাষা ও সংস্কৃতি, খনিজ সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা, প্রখ্যাত ব্যক্তিত্ব, জন প্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন সম্পর্কিত তথ্য । এছাড়া রয়েছে স্হানীয় স্কুল কলেজের তালিকা ভর্তি ও ফলাফল তথ্য এবং কৃষি বিভাগে রয়েছে সার পরিবেশকের তালিকা, খাদ্য উৎপাদন ই-কৃষি, ব্লক সুপারভাইজারের তালিকা । পর্যটন ও ঐতিহ্য লিংকে আছে হোটেল ও আবাসন দর্শনীয় স্থান, জেলার ঐতিহ্য জেলার মানচিত্র । স্বাস্থ্য বিভাগে রয়েছে হাসপাতাল ও ক্লিনিক, ডাক্তারের ও স্বাস্থ্য কর্মীর তালিকা, স্বাস্থ্য কর্মসূচী । আপনার জেলার স্হানীয় সরকারের, নাগরিক সুবিধার তথ্য ও সরকারী অফিস সূমহের বিশদ বিবরণ আছে । তাছাড়া আপনি আপনার মন্তব্য ও সচরাচর জিজ্ঞাস্যাও করতে পারবেন। সাইটগুলোর নিরাপত্তা দূর্বল হলেও (কিছুদিন আগে ১৯টি সাইট হ্যাকারের কবলে পড়েছিল) প্রতিটি জেলা তথ্য প্রযূক্তির ছোঁয়ায় আসাতে ভাল লাগল । নিজ নিজ জেলার অজানা তথ্যগুলো জানতে পারবেন । তবে সাইটগুলোকে আপডেট রাখতে হবে আর না হলে প্রযূক্তির ছোঁয়া আশায় গুঁড়েবালিতে পরিণত হবে ।
(http://i27.tinypic.com/am4pds.jpg)
৬৪টি জেলা সহ বাংলাদেশের মানচিত্র
একনজরে প্রতিটি জেলার ওয়েব সাইট:
DHAKA DIVISION
01. Dhaka : http://www.dcdhaka.gov.bd/
02. Gazipur: http://www.dcgazipur.gov.bd/
03. Faridpur: http://www.dcfaridpur.gov.bd/
04. Jamalpur: http://www.dcjamalpur.gov.bd/
05. Gopalganj: http://www.dcgopalganj.gov.bd/
06. Kishoreganj: http://www.dckishoreganj.gov.bd/
07. Madaripur: http://www.dcmadaripur.gov.bd/
08. Manikganj: http://www.dcmanikganj.gov.bd/
09. Narayanganj: http://www.dcnarayanganj.gov.bd/
10. Munshiganj: http://www.dcmunshiganj.gov.bd/
11. Mymensingh: http://www.dcmymensingh.gov.bd/
12. Narsingdi: http://www.dcnarsingdi.gov.bd/
13. Rajbari: http://www.dcrajbari.gov.bd/
14. Shariatpur: http://www.dcshariatpur.gov.bd/
15. Sherpur: http://www.dcsherpur.gov.bd/
16. Tangail: http://www.dctangail.gov.bd/
SYLHET DIVISION
01. Sylhet: http://www.dcsylhet.gov.bd/
02. Moulvibazar: http://www.dcmoulvibazar.gov.bd/
03. Habiganj: http://www.dchabiganj.gov.bd/
04. Sunamganj: http://www.dcsunamganj.gov.bd/
BARISAL DIVISION
01. Barisal: http://www.dcbarisal.gov.bd/
02. Barguna: http://www.dcbarguna.gov.bd/
03. Bhola: http://www.dcbhola.gov.bd/
04. Jhalakathi: http://www.dcjhalakathi.gov.bd/
05. Patuakhali:http://www.dcpatuakhali.gov.bd/
06. Pirojpur: http://www.dcpirojpur.gov.bd/
[Click & get THE "HOLY QURAN" in PDF Format] (http://forum.daffodilvarsity.edu.bd/index.php/topic,6239.0.html)