Daffodil International University

Students' Affairs (DSA Office) => Clubs & Association => Prothom- alo Bondhu Shova => Topic started by: Fahmi Hasan on August 05, 2021, 04:32:06 PM

Title: তারুণ্যের ক্লাব || ড্যাফোডিল প্রথমআলো বন্ধুসভা
Post by: Fahmi Hasan on August 05, 2021, 04:32:06 PM
"একটি বই একশত জন বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান" --- শ্রদ্ধেয় এ. পি. জে. আবদুল কালামের উক্তিটি আমাদের মনে করিয়ে দেয় জীবনে একজন ভালো বন্ধুর গুরুত্ব ও প্রয়োজনীয়তা।


বাংলাদেশের প্রায় ১৩০ টি বন্ধুসভার মধ্যে ড্যাফোডিল প্রথমআলো বন্ধুসভা অন্যতম। "বন্ধুত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণের" স্বপ্ন নিয়ে প্রায় একযুগ আগে যাত্রা শুরু করে  ড্যাফোডিল প্রথমআলো বন্ধুসভা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে "একুশে বইমেলা-২০২১" এ প্রকাশিত "অদম্য" ম্যাগাজিন বাংলাদেশের সকল বন্ধুসভার মধ্যে ২য় স্থান অর্জন করেছে। এছাড়াও বন্ধুদের লিখা প্রকাশিত হচ্ছে প্রথমআলো বন্ধুসভার ওয়েবসাইটে।


ঢাকা মহানগর বন্ধু সম্মেলন এবং জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, গাজীপুর এ আয়োজিত "বন্ধু সমাবেশ" সহ জাতীয় কমিটির সকল কর্মকান্ডে ড্যাফোডিল প্রথমআলো বন্ধুসভার বন্ধুরা নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। জাতীয় কমিটির সহায়তায় USAID, ActionAid, Save the Children ইত্যাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচী যেমনঃ বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, বির্তক প্রতিযোগীতা ইত্যাদিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিকীতে মানবলোগো তৈরীর যাত্রা শুরু বন্ধুসভার হাত ধরে এবং চলমান রয়েছে। ড্যাফোডিল বন্ধুসভার উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মকান্ডসমূহঃ ড্যাফোডিলে বসন্ত, একটি সোনালী বিকেল, এসো মিলি প্রাণের টানে, নজরুল জয়ন্তী, শীতবস্ত্র বিতরণ, দুঃখী মানুষের মুখে ঈদের হাসি, পাঠচক্র, সাপ্তাহিক বন্ধু আড্ডা, বৃক্ষরোপণ কর্মসূচি, বার্ষিক বনভোজন ইত্যাদি।

পৃথিবীর প্রতিটি সম্পর্ক হোক বন্ধুত্বপূর্ণ!

https://www.facebook.com/www.campustv.ac/posts/4231055053638795 (https://www.facebook.com/www.campustv.ac/posts/4231055053638795)