Daffodil International University
Students' Affairs (DSA Office) => Clubs & Association => Change Together Club => Topic started by: Fahmi Hasan on August 10, 2021, 04:35:51 PM
-
চীনা দার্শনিক কনফুশিয়াস বলেছিলেন –
“He who wished to secure the good of others, has already secured his own.”
অর্থাৎ, যে ব্যক্তি অন্যের কল্যানের ইচ্ছা পোষণ করে সে প্রকৃত প্রক্ষে নিজের কল্যানই নিশ্চিত করে।
সামাজিক সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা পাওয়া যায়, ইতিবাচক গুণাবলী তৈরী হয়, মানুষের মধ্যে নেতৃত্ব-গুণ তৈরী হয়। দায়িত্বশীলতা বাড়ে, সামাজিক দায়বদ্ধতা বাড়ে। একজন সামাজিক সংগঠনের কর্মী গান আবৃত্তি কিছু যদি নাও জানে তবুও তিনি একজন সংগঠন না করা মানুষের চেয়ে আলাদা। সামাজিক সংগঠন সবার মতকে শ্রদ্ধ করা, সদস্য হিসেবে নিজ দায়িত্ব পালন করা, নিজেকে বিকশিত করা, একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ হওয়া সহনশীল হওয়া, ইত্যাদি শেখায়। এছাড়াও সুনির্দিষ্ট কিছু মূল্যবোধের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে ও শিক্ষা দেয় সামাজিক সংগঠন। একজন সফল মানুষ হিসেবে পুঠিগত বিদ্যার চেয়ে বাস্তব জীবনমূখী অর্জিত বিদ্যা ঢের বেশি প্রয়োজনীয়!
আজকের তরুণ সমাজের এসব ইতিবাচক পরিবর্তনের মহৎ উদ্দেশ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চেঞ্জ টুগেদার ক্লাব ২০১৭ সালে তাঁদের যাত্রা শুরু করে। মূলত সামাজিক জীব হিসেবে দায়বদ্ধতা থেকেই তাঁদের এই পথচলা! সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চেঞ্জ টুগেদার ক্লাব” সবসময় নিয়োজিত !
শীত, গ্রীষ্ম, বর্ষা কিংবা ঈদসহ যেকোনো পরিস্থিতিতে গরিব-দুস্থ শিশু, নিম্ন আয়ের পরিবার, অসুস্থ ও বয়স্ক নাগরিকদের সহায়তায় সবসময় এগিয়ে গেছে “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চেঞ্জ টুগেদার ক্লাব।” নিজের ক্যাম্পাসকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও প্রতি সেমিস্টারে “ক্যাম্পাস ক্লিনিং প্রোগ্রাম” অন্যতম একটি সিগনেচার প্রোগ্রাম। এছাড়াও খেলাধুলা এবং শারীরিক চর্চাকে সবসময় অনুপ্রাণিত করে থাকে! ড্যাফোডিলের ক্লাবসমূহ কর্তৃক আয়োজিত একমাত্র স্পোর্টস ইভেন্ট ‘ক্লাব কাপের’ (ফুটবল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চেঞ্জ টুগেদার ক্লাব।”
https://www.facebook.com/www.campustv.ac/videos/4210433582344458 (https://www.facebook.com/www.campustv.ac/videos/4210433582344458)
-
Good Message