Daffodil International University

Career Development Centre (CDC) => Education => Technology => Topic started by: Shahana Parvin on February 07, 2022, 12:37:55 PM

Title: ইচ্ছেমতো লেখার স্বাধীনতা আসছে টুইটারে
Post by: Shahana Parvin on February 07, 2022, 12:37:55 PM
২৮০ অক্ষরের মধ্যে বার্তা লেখার বিধিনিষেধ থাকলেও দিন দিন জনপ্রিয়তা বাড়ছে টুইটারের। তবে মনের ভাব পুরোপুরি প্রকাশের সুযোগ না থাকায় ব্যবহারকারীদের অনেকেই আফসোস করতেন। এবার ইচ্ছেমতো বড় আকারের লেখা টুইটারে পোস্ট করা যাবে। এ জন্য শিগগিরই ‘টুইটার আর্টিকেল’ নামের ফিচার চালু করতে যাচ্ছে টুইটার। টুইটার অ্যাপের মধ্যেই আলাদা সেকশনে দেখা মিলবে ‘টুইটার আর্টিকেল’ ফিচারটির। এতে ক্লিক করেই আকারে বড় লেখা পোস্ট করা যাবে। চাইলে যেকোনো বিষয়ে প্রবন্ধ জমা দেওয়ারও সুযোগ মিলবে। এরই মধ্যে ফিচারটি চালুর জন্য কাজও শুরু করেছে টুইটার কর্মীরা।

এ বিষয়ে টুইটারের একজন মুখপাত্র জানান, টুইটার ব্যবহারকারীদের আরও বেশি বার্তাবিনিময়ের সুযোগ দিতে আমরা সব সময় নতুন উপায় খুঁজে থাকি। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে। উল্লেখ্য, ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের বার্তা বিনিময়ের সুযোগ মিলত। তবে ব্যবহারকারীদের কাছে বড় পোস্টের চাহিদা থাকায় পরে অক্ষরের সংখ্যা ২৮০ করে টুইটার। এবার নতুন এ ফিচারের মাধ্যমে নির্দিষ্ট অক্ষরের মধ্যে বার্তা লেখার বিধিনিষেধ তুলে নিতে পারে টুইটার।

সূত্র: এনডিটিভি
Title: Re: ইচ্ছেমতো লেখার স্বাধীনতা আসছে টুইটারে
Post by: dulal.lib on March 22, 2022, 06:33:14 PM
Thank you.... for sharing this valuable information.