Daffodil International University

Science & Information Technology => Technology => Technology News => Topic started by: Shahana Parvin on February 08, 2022, 04:11:06 PM

Title: শিশুদের জন্য নিরাপদ ইউটিউব যেভাবে
Post by: Shahana Parvin on February 08, 2022, 04:11:06 PM
ইউটিউবে রেসট্রিকটেড মোড চালু থাকলে অবাঞ্ছিত বা অশ্লীল কোনো ভিডিও দেখা যায় না। ফলে অভিভাবকদের অগোচরে শিশুরাও নিরাপদে ইউটিউব ব্যবহার করতে পারে। ইউটিউবে রেসট্রিকটেড মোড চালুর জন্য প্রথমে নাম, পাসওয়ার্ডসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে শিশুর জন্য আলাদা একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। এবার ইউটিউব চালু করে ডান পাশে থাকা Sign In অপশনে নতুন খোলা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। এরপর ইউটিউবের হোম পেজের ডান পাশে  থাকা ইউজার প্রোফাইল আইকনে ক্লিক করলেই নিচে Restricted Mode অপশন দেখা যাবে। এবার Restricted Mode-এ ক্লিক করে Active Restricted Mode অপশন চালু করতে হবে। এই পরিবর্তনের ফলে শিশুদের অনুপযোগী কোনো ভিডিও ইউটিউবে দেখা যাবে না। ইউটিউবে শিশুরা কোন ভিডিও দেখছে, তা-ও জানা যায়। এ জন্য ইউটিউবের হোম পেজের বাম পাশে থাকা ‘history’ অপশন নির্বাচন করতে হবে। অপশনটি চালু থাকলে শিশুরা কবে কখন কোন ভিডিও দেখেছে, তা জানার সুযোগ মিলে থাকে।
Title: Re: শিশুদের জন্য নিরাপদ ইউটিউব যেভাবে
Post by: frahmanshetu on February 10, 2022, 01:52:33 PM
Thank you....
For informative information.