Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Topic started by: Badshah Mamun on April 18, 2022, 03:54:57 PM

Title: এমন কী আছে যে ভালো কাজ করার পরেও জান্নাতে প্রবেশ করা যাবে না?
Post by: Badshah Mamun on April 18, 2022, 03:54:57 PM
দুনিয়ার সব ভালো কাজ করছেন, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবেন না।

কেনো? এমন কী আছে যে ভালো কাজ করার পরেও জান্নাতে প্রবেশ করা যাবে না?

জ্বি হ্যাঁ, এমন একটা বিষয় আছে যা আল্লাহ তা'য়ালা ক্ষমা করবেন না।
তা হচ্ছে বান্দার হক / বান্দার অধিকার / বান্দার পাওনা।
আপনার কথায়, কাজে, আচরণে, মৌনতার মাধ্যমে কোনো বান্দার যদি অধিকার বা প্রাপ্যটুকু নষ্ট হয়ে যায় তাহলে আপনি পাহাড় সমপরিমাণ নেক আমলের অধিকারী হবার পরেও জান্নাতে প্রবেশ করতে পারবেন না।

মহান আল্লাহ সমস্ত কিছু ক্ষমা করে দেবেন ইচ্ছেমতো, কিন্তু বান্দার হকের বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না।

রাসূলুল্লাহ ﷺ সাহাবীদের প্রশ্ন করলেন, তোমরা কি জান, দেউলিয়া কে?
তারা বললেন, হে আল্লাহ্‌র রাসূল ﷺ! আমাদের মধ্যে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যার নগদ অর্থ নেই, কোন সম্পদও নেই।
রাসূলুল্লাহ ﷺ বললেন, আমার উম্মাতের মধ্যে দেউলিয়া হলো সে ব্যক্তি, যে কিয়ামতের দিন সালাত সিয়াম হজ্ব যাকাত সহ ভালো ভালো আমল নিয়ে উপস্থিত হবে। পাশাপাশি অন্যের হক নষ্ট করা, মিথ্যা বলা, সম্পদ আত্মসাৎ করা, মারধর গালাগালি বিভিন্ন খারাপ আমলও নিয়ে আসবে।
তখন যাদের সাথে সে খারাপ করেছে, তারা এই ব্যক্তির আমলনামা থেকে নেকী নিতে থাকবে।
নেকী নিতে নিতে শেষ হয়ে গেলে, তার ওপর গুনাহ চাপিয়ে দেয়া হবে।
এভাবে বান্দার হক নষ্ট করার কারণে তার ওপর গুনাহ এতো পরিমাণ চাপিয়ে দেয়া হবে যে, শেষ পর্যন্ত সে জা-হা-ন্না-মে যাবে। (জামে' আত-তিরমিজি:২৪১৮)

সুতরাং -
কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকলে তা পরিশোধ করার ব্যবস্থা করুন।
কারো কাছ থেকে তিল পরিমাণ কিছু নিয়ে থাকলে তাকে জানান, পরিশোধ করার ক্ষমতা না থাকলে ক্ষমা চেয়ে নিন।
কথায়, কর্মে, আচরণে কারো হক নষ্ট হয়েছে বুঝতে পারলে, শোধরানোর সর্বাত্মক চেষ্টা করুন।
অনুমতি না নিয়ে কারো কাছ থেকেই কিছু নেবেন না, কিছু ধরবেনও না, এর মাধ্যমে তার হক নষ্ট হতে পারে।

সাবধান থাকুন, সতর্ক থাকুন। কোনোভাবেই যেনো আপনার দ্বারা কখনো কারো হক নষ্ট না হয়ে সেই দিকে খেয়াল রাখুন।

© মাহমুদ হাসান
https://www.facebook.com/Ohee.Hadis