Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Narayan on January 15, 2012, 08:43:47 PM

Title: দূর থেকে কম্পিউটারে হার্ডড্রাইভ নিয়ন্ত্
Post by: Narayan on January 15, 2012, 08:43:47 PM
ব্যক্তিগত কম্পিউটারে রাখা তথ্য যাতে যেকোনো স্থান থেকে পাওয়া সম্ভব হয় সেরকম একটি ডিভাইস তৈরি করেছেন প্রযুক্তিবিদরা। উদ্ভাবকরা এ ডিভাইসটিকে বলছেন, ‘ইউএসবি কি’, যার সাহায্যে দূরে থেকেও নিজের কম্পিউটারের ফাইলের নাগাল পাওয়া খোলা সম্ভব।

ইউএসবি আদলের এমন চাবি তৈরি করেছেন সিঙ্গাপুরভিত্তিক ইলেকট্রনিক প্রতিষ্ঠান আইটোয়াইন-এর গবেষকরা। লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)-এ আইটোয়াইন এই ডিভাইসটি দেখিয়েছে।

আইটোয়াইন মুখপাত্র কারা রোজেনথাল জানিয়েছেন, ‘আইটোয়াইন ডিভাইসটি যেকোনো স্থান থেকে বাড়ির কম্পিউটারে রাখা ফাইল তারবিহীন একটি কেবলডিভাইসের মতো খুলতে সাহায্য করবে। কোথাও ভ্রমণে গেলে প্রয়োজনীয় ফাইল এ ডিভাইসটির মাধ্যমে খোলা যাবে।

ইউএসবি ড্রাইভ পোর্টে ডিভাইসটি লাগিয়ে বাড়িতে থাকা কম্পিউটারের সব ফাইল এমনকি পুরো হাড্রডাইভের তথ্যও পাওয়া যাবে। ডিভাইসটির দুটি অংশ। একটি অংশ বাড়ির কম্পিউটারে লাগিয়ে রেখে বাকি অংশটি চাবির মতোই সঙ্গে নেয়া যাবে এবং যেকোনো কম্পিউটার থেকে ব্যক্তিগত কম্পিউটারের তথ্য পাওয়া যাবে। এ ডিভাইসটি দূর থেকেও বন্ধ করে দেয়া সম্ভব। ডিভাইসটির দাম পড়বে ৯৯ ডলার।

Original Source: http://goo.gl/eBsCo (http://goo.gl/eBsCo)
Title: Re: দূর থেকে কম্পিউটারে হার্ডড্রাইভ নিয়ন্ত&#
Post by: arefin on January 15, 2012, 09:36:56 PM
Nice.
Title: Re: দূর থেকে কম্পিউটারে হার্ডড্রাইভ নিয়ন্ত&#
Post by: mehnaz on January 16, 2012, 12:28:48 PM
Good post.