Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Prophet Muhammad SAW => Topic started by: Badshah Mamun on June 13, 2022, 10:02:11 AM
-
আল্লাহর দূত
পাঁচশত বছর আগের কোনো রাজা-বাদশা কিংবা ক্ষমতাধর কাউকে গালমন্দ করা হলে তার জন্য মন খারাপ করার মতো একজন লোকও আজ খুঁজে পাওয়া যাবে না।
অথচ প্রায় সাড়ে চৌদ্দশত বছর আগে দুনিয়া থেকে চলে যাওয়া একজন মানুষকে নিয়ে কেউ সামান্য বাজে মন্তব্য করলে কোটি কোটি চোখে পানি আসে। হৃদয়ে দুমড়ে মুচড়ে যায়। রক্তক্ষরণ হয় মনে।
এটাই তাঁর বিশেষত্ব ও শ্রেষ্ঠত্ব। কারণ তিনি আল্লাহর দূত।
আগেকার রাজা-বাদশা কিংবা অন্য কোনো মনীষীরা এরকম কোনো আদর্শ রেখে যাননি, যা আজও মানুষকে মুক্তির পথ দেখায়। পক্ষান্তরে প্রিয়নবী (সা.) এরকম সুমহান আদর্শ রেখে গেছেন। যুগ যুগ ধরে যা মানুষকে মুগ্ধ ও মোহিত করে রেখেছে। কিয়ামত পর্যন্ত রাখবে ইন-শা-আল্লাহ। এটাই মুসলিমদের রাসূল-প্রেমের কারণ, ইসলাম-বিদ্বেষীদের গাত্রদাহের কারণও এটাই।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
- শায়খ আহমাদুল্লাহ
https://www.facebook.com/sheikhahmadullahofficial