Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Allah: My belief => Topic started by: Khan Ehsanul Hoque on August 04, 2022, 01:57:05 PM

Title: আখিরাতের জন্য কিভাবে প্ল্যান করবেন?
Post by: Khan Ehsanul Hoque on August 04, 2022, 01:57:05 PM
 
আখিরাতের জন্য কিভাবে প্ল্যান করবেন?

আখিরাতের জন্য কিভাবে প্ল্যান করবেন? আখিরাতের পরিকল্পনা মাসিক বা বাৎসরিক নয়। এটা হতে হবে দৈনিক। এখন কী করবেন? একটু পরে কী করবেন?  আগামী কাল কী করবেন? কখন ঘুম থেকে জাগবেন? ফ্রি সময়ে কী করবেন? 

যেটাকে ফ্রি সময় বলছেন এটা আসলে ফ্রি না। হয়তো এখন এটার জন্য কোনো মূল্য দিচ্ছেন না। কিন্তু একদিন আল্লাহর কাছে আমাদের এর জন্য মূল্য দিতে হবে। আমাদেরকে এর জন্য হিসেব দিতে হবে। এটারও মূল্য আছে।

মানুষ যখন ঘড়ির কাঁটা ধরে চলে না তখন কেমন হালকা মেজাজে থাকে। যেমন, অফিস থেকে বের হওয়ার পর। ফেরেশতারা কিন্তু ঘড়ি ধরে আমাদের সবসময়ের হিসেব রাখছেন। তাঁরা কোনো বিরতি নেন না। আর যখন নেন তখন অন্যদের তাঁদের দায়িত্ব দিয়ে যান। 

তাই, সমগ্র দিনের জন্য আমাদের পরিকল্পনা থাকতে হবে। তাহলে কেন আমরা  নিজেদের জন্য কিছু অঙ্গীকার ঠিক করছি না? [কেন কিছু আমলের প্ল্যান করছি না?]

- নোমান আলী খান
Source: Collected from Social Media