Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: Khan Ehsanul Hoque on September 08, 2022, 11:23:07 AM

Title: ঘুমানোর আগের সুন্নাহগুলো
Post by: Khan Ehsanul Hoque on September 08, 2022, 11:23:07 AM
ঘুমানোর আগের সুন্নাহগুলো

ঘুমাতে যাওয়ার আগে রাসূল (সা) বেশ কিছু আমল করতেন। এই সুন্নাহগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের ঘুমকেও ইবাদতের সমতুল্য করে তুলতে পারি।
ঘুমানোর আগের সুন্নাহগুলো নিচে পয়েন্ট আকারে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা হলোঃ

১. ব্যবহার্য থালা-বাসন, হাড়ি-পাতিল ঢেকে রাখা ও বাতি নিভিয়ে দেয়া
২. ওযু করা
৩. ঘুমের পূর্বে পড়ার জন্য বিশেষ কয়েকটি দুয়া আছে সেগুলো পড়া
৪. সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক্ব ও সূরা নাস পড়া
৫. ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়া
৬. আয়াতুল কুরসী পড়া
৭. সূরা বাক্বারার শেষ দুই আয়াত পড়া
৮. সূরা সাজদাহ ও সূরা মুলক পড়া
৯. ডান কাত হয়ে ঘুমানো

Source: https://www.facebook.com/groups/347798129582098/permalink/663957567966151/