Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Various Sura & Dua => Topic started by: Khan Ehsanul Hoque on October 15, 2022, 01:39:57 PM
-
ক্ষমা চাওয়ার ৪ দোয়া
ক্ষমা। ছোট্ট একটি শব্দ। আল্লাহর কাছে নিজেদের ভুল ও অজ্ঞতা থেকে আশ্রয় চাওয়ার একমাত্র উপায়। এ শব্দটি আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ তাআলা কোরআনে পাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন। অনেক স্থানে বলেছেন তিনি ক্ষমাশীল। আর তিনি ক্ষমা করে দেওয়াকে সবচেয়ে বেশি ভালোবাসেন।
এটি ইবাদতসমূহের মধ্যে অন্যতম একটি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার অনেক দোয়া রয়েছে। তবে হাদিসের বর্ণনায় ওঠে আসা ছোট্ট ছোট্ট ৪টি দোয়ায়ও ক্ষমা প্রার্থনা করা যেতে পারে। তাহলো-
১. হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নিশ্চয়ই নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়ায় ক্ষমা প্রার্থনা করতেন-
رَبِّ اغْفِرْلِىْ خَطَايَاىَ وَجَهْلِىْ
উচ্চারণ : ‘রাব্বিগফিরলি খাত্বাইয়ায়া ওয়া ঝাহলি।’
অর্থ : ‘হে প্রভু! আমাকে ক্ষমা করুন। আমার ভুল ও অজ্ঞতাগুলোও ক্ষমা করুন।’ (বুখার, মুসলিম, মুসনাদে আহমাদ)
২. প্রকাশ্য-অপ্রকাশ্য সব গোনাহ থেকে মুক্তির দোয়া-
رَبِّ اغْفِرْلِىْ مَا أَسْرَارْتُ وَ مَا أَلَنْتُ
উচ্চারণ : ‘রাব্বিগফিরলি মা আসরারতু ওয়া মা আলানতু’
অর্থ : ‘হে প্রভু! গোপনে ও প্রকাশ্যে আমি যা করেছি; আপনি তা ক্ষমা করে দিন।’ (মুসনাদে আহমাদ)
৩. হজরত আলি রাদিয়াল্লাহু আনহু ক্ষমা প্রার্থনায় বললেন-
سُبْحَانَكَ إِنِّي قَدْ ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
উচ্চারণ : ‘সুবহানাকা ইন্নি কাদ জালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আন্তা।’
অর্থ : (হে আল্লাহ!) তুমি অত্যন্ত পবিত্র সত্তা। আমার উপর আমি অত্যাচার করেছি। অতএব তুমি আমাকে মাফ কর, কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না।’ (তিরমিজি)
৪. হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় ক্ষমা ও তাওবার চমৎকার একটি ছোট্ট আবেদন-
أللَّهُمَّ اغْفِرْلِى وَ تُبْ عَلَيَّ اِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُوْرُ
উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফিরলি ওয়া তুব্ আলাইয়্যা ইন্নাকা আন্তাত তাওয়্যাবুল গাফুর।’
অর্থ : ‘হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবাহ কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান তাওবাহ কবুলকারী; মহান ক্ষমাশীল।’ (মুসনাদে আহমাদ, আদাবুল মুফরাদ)
মুমিন মুসলমানের উচিত, আল্লাহর কাছে প্রিয় ‘ক্ষমা চাওয়ার’ এই ইবাদতে সব সময় নিজেকে নিয়োজিত রাখা। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সুন্নাতের উপর বেশি বেশি আমল করা। কারণ প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও প্রতিদিন ৭০/১০০ বার ক্ষমা প্রার্থনা করতেন। আর নিষ্পাপ হওয়া সত্বেও ক্ষমা প্রার্থনার বিষয়ে জিজ্ঞাসা করলেই বলতেন-
أَفَلَا أَكُوْنَ عَبْدًا شَكُوْرًا
‘আমি কি তাঁর (আমার রবের) শোকরগুজারকারী বান্দা হবো না?’
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে সব সময় ক্ষমা প্রার্থনা করার তাওফিক দিন। আল্লাহর শোকরগুজার ও আনুগত্যশীল হওয়ার তাওফিক দিন। আমিন।
Source: https://www.jagonews24.com/religion/islam/727092